কুবি শিক্ষক সমিতির নির্বাচন কী উপায়ে জানেন না কেউ

দৈনিকশিক্ষাডটকম, কুবি |

দৈনিকশিক্ষাডটকম, কুবি  : এক বছরের বেশি সময় ধরে নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যকরী কার্যনির্বাহী পরিষদ। সর্বশেষ ২০২২ খ্রিষ্টাব্দের ১ ডিসেম্বর অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী ও সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলামের কমিটি নির্বাচন দিলেও শিক্ষকদের দ্বন্দ্বে সেই নির্বাচন স্থগিত হয়। এরপর আর আলোর মুখ দেখেনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। আগের কমিটির মেয়াদও শেষ। এ পরিস্থিতিতে কিভাবে আবারো নির্বাচনের মাধ্যমে একটি কার্যনির্বাহী পরিষদ গঠন হবে সে বিষয়েও শিক্ষক সমিতির গঠনতন্ত্রে সুস্পষ্টভাবে কোনো নির্দেশনা নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার শিক্ষকরা চাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনও। এ পরিস্থিতিতে কি উপায়ে এ নির্বাচন আয়োজন করা হবে তা বুঝে উঠতে পারছেন না কেউ।

শিক্ষক সমিতির গঠনতন্ত্রের ১০ ধারার 'ক' তে বলা হয়েছে, কার্যনিবাহী পরিষদের নির্বাচন প্রতি বছরের ১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। অনিবার্য কারণে এ সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব না হয় তবে কার্যনির্বাহী পরিষদ ১৬ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সমিতির সাধারণ সভা আহ্বান করবেন এবং সেই সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

তবে আগের কার্যনির্বাহীর মেয়াদ না থাকায় তারা সাধারণ সভা আহ্বান করার অধিকারও হারিয়েছে। ফলে প্রশ্ন দাঁড়িয়েছে নির্বাচন আয়োজনের উদ্যোগ গ্রহণ করবে কে? এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষকদের সঙ্গে কথা হলে তারাও নির্বাচনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তবে নির্দিষ্ট কোনো পথ জানা নেই কারো। কেউ বলছেন বিশ্ববিদ্যালয়ের জেষ্ঠ্য অধ্যাপকদের এগিয়ে আসতে আবার কেউ বলছেন দুই তৃতীয়াংশ শিক্ষকদের সম্মতিতে পুনরায় নির্বাচন আয়োজনের।

বিশ্ববিদ্যালয়ের অন্যতম জেষ্ঠ্য অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর  রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমি চাই শিক্ষক সমিতির নির্বাচন ও কমিটি গঠন হোক। কিন্তু এখন এমন হয়েছে যে এই দায়িত্ব কে নেবে? কে উদ্যোগ নিয়ে সব শিক্ষকের সঙ্গে কথা বলে নির্বাচনের আয়োজন করবে? আমার একার কথা তো কেউ শুনবে না। কমপক্ষে দুই তৃতীয়াংশ একমত হলে একটি সাধারণ সভা ডেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া যেতো।

সামাজিক অনুষদের ডিন ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, শিক্ষক সমিতি খুবই দরকার। এটা শুধু শিক্ষকদের জন্যই নয়, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু রাখতে ও বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতেও প্রয়োজন৷ এ বিষয়ে সিনিয়র শিক্ষকদের এগিয়ে আসতে হবে৷ নির্বাচন করার উদ্যোগ নিলে এ বিষয়ে আমি সঙ্গে থাকবো।

অধ্যাপক কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, প্রত্যেক বছর নিয়মের মধ্যে থেকেই এটা হয়ে আসছে। আমি মনে করি যাদের কারণে নির্বাচন ভন্ডুল হয়েছে তাদের উচিত নির্বাচনের ব্যাপারে উদ্যোগ নেয়া। ন হলে অন্য কেউ উদ্যোগ নিলে আগেরমতো এবারও তারা নির্বাচন বাধাগ্রস্থ করবে।

খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ১ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী ও ড.মোকাদ্দেস-উল-ইসলাম বিদ্যুতের কমিটি নির্বাচন দিলেও শিক্ষকদের দ্বন্দ্বে নির্বাচনটি  হয়নি। এরপর ২০২২ খ্রিষ্টাব্দের ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের পক্ষে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি বরাবর গঠনতন্ত্র অনুযায়ী শিক্ষক সমিতি নির্বাচনটি আয়োজনের আবেদন করেছিলেন৷ সে বিষয়ে কোনো উদ্যোগ নেয়া হয়নি তখন৷

জানতে চাইলে ড. কাজী ওমর সিদ্দিকী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমরা সেই আবেদন করেছিলাম, কিন্তু কিছু হয়নি। আর আমরা উদ্যোগ নেয়ার মতো কেউ না৷ তবে আমরা চাই নির্বাচন হোক।

শিক্ষক সমিতির সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, আমরা সবসময়ই চাই শিক্ষক সমিতি কার্যকর থাকুক৷ বেশ কিছুবার উদ্যোগ নেয়া হয়েছে৷ আমাদের কমিটি সাংবিধানিকভাবে এখন আর নেই।  তারপরও আমরা চেষ্টা করছি। এতোদিন জাতীয় নির্বাচন ছিল। এখন অনেকেরই দেখলাম মত আছে। হয়তো খুব দ্রুত কিছু একটা হবে।


পাঠকের মন্তব্য দেখুন
আইনের মারপ্যাঁচে অনিশ্চিত ১৯তম শিক্ষক নিবন্ধন - dainik shiksha আইনের মারপ্যাঁচে অনিশ্চিত ১৯তম শিক্ষক নিবন্ধন ‘ঢাবির ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে শিগগিরই’ - dainik shiksha ‘ঢাবির ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে শিগগিরই’ হাই-টেক পার্কের নাম হবে জেলার নামে: উপদেষ্টা নাহিদ - dainik shiksha হাই-টেক পার্কের নাম হবে জেলার নামে: উপদেষ্টা নাহিদ দীপু মনির নামে আরেক মামলা, আসামি ৬০০ - dainik shiksha দীপু মনির নামে আরেক মামলা, আসামি ৬০০ স্কুল-কলেজে বিশৃঙ্খলা : কোথাও জবরদস্তি কোথাও পালিয়ে থাকা - dainik shiksha স্কুল-কলেজে বিশৃঙ্খলা : কোথাও জবরদস্তি কোথাও পালিয়ে থাকা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.003040075302124