দৈনিক শিক্ষাডটকম, কুমিল্লা : বরুড়া উপজেলার মাস্টার মমতাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে যোগসাজশে অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা শিক্ষা অফিসের দুই কর্মকর্তার বিরুদ্ধে। এ বিষয়ে স্থানীয়রা দুটি অভিযোগ দেয়ার পরও রহস্যজনক কারণে বিষয়টি দীর্ঘদিন ঝুলিয়ে রেখে গোপনে ইকবাল হোসেন পাটোয়ারী নামের একজনকে সভাপতি করে কমিটি অনুমোদন দেয়া হয়। বিষয়টি জানাজানি হলে শিক্ষক-অভিভাবকসহ স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ওই বিদ্যালয়ের সভাপতি পদপ্রাপ্ত ইকবাল হোসেনের কোনো সন্তান লেখাপড়া না করলেও নিয়ম ভঙ্গ করে উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসার এই কমিটির অনুমোদন দেন। এ বিষয়ে বরুড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান বলেন, ওই স্কুলের প্রধান শিক্ষক রুমকি রানী দাস ব্যবস্থাপনা কমিটিতে ইকবাল হোসেন পাটোয়ারীর অভিভাবক হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর ওই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
বরুড়ার শিক্ষা অফিসার তরিকুল ইসলাম বলেন, ওই স্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা সহকারী শিক্ষা অফিসারের সুপারিশের ভিত্তিতে কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয়দের দুটি অভিযোগ তদন্তের জন্য সহকারী শিক্ষা অফিসারকেও দায়িত্ব দেয়া হয়েছিল।