কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগে পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র চুরি

কুবি প্রতিনিধি |

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল (সিএসই) বিভাগে সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র চুরির ঘটনা ঘটেছে। এ কারণে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ‘ফিজিক্স-২’ কোর্সের চূড়ান্ত পরীক্ষা বাতিল করা হয়েছে।
জানা গেছে, গত সোমবার বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ‘ফিজিক্স-২’ কোর্সের চূড়ান্ত পরীক্ষায় মানোন্নয়ন পরীক্ষা দিতে যান শিক্ষার্থী সিরাজুল ইসলাম। পরীক্ষা শুরুর পূর্বে উত্তরপত্র বিতরণের সময় সিরাজুলের কাছে লিখিত উত্তরপত্র পান পরীক্ষার কেন্দ্র পরিদর্শক। পরে লিখিত উত্তরপত্রটি জব্দ করে এবং ওই পরীক্ষার্থীকে আটক করে বিভাগের সভাপতির কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় তিন ঘণ্টা জেরার পর প্রশ্নপত্র এবং উত্তরপত্র চুরির কথা স্বীকার করে লিখিত দেন সিরাজুল ইসলাম, তার সহযোগী শাখওয়াত হোসেন এবং বিভাগের স্টাফ নির্মল চন্দ্র দাস। ওই দুই ছাত্রকে ছেড়ে দেওয়া হয়েছে এবং স্টাফ নির্মল চন্দ্র দাস যথারীতি কাজ করছেন।

এ বিষয়ে বিভাগের সভাপতি মাহফুজুর রহমান জানান, সিরাজুল ইসলাম বিভাগের স্টাফ নির্মল চন্দ্র দাসের মাধ্যমে কাজটি করেছেন। এতে সহযোগিতা করেছেন সিরাজুলের বন্ধু শাখওয়াত হোসেন। প্রশ্ন মডারেশনের পরে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে প্রশ্ন নেওয়ার আগে বা পরে প্রশ্নপত্র চুরি করেন নির্মল চন্দ্র দাস। নির্মল আগের দিন পরীক্ষার উত্তরপত্র সরবরাহ করলে সিরাজুল বাসা থেকে উত্তরপত্র লিখে নিয়ে এসে নির্মলকে দেন এবং পরীক্ষার কেন্দ্রে নিয়ে আসতে বলেন। পরীক্ষা কেন্দ্রে নির্মল সিরাজুলকে উত্তরপত্র সরবরাহ করার সময় বিষয়টি কেন্দ্র পরিদর্শকের নজরে আসে। এরপর বিভাগের একাডেমিক কমিটির সভার মাধ্যমে পরীক্ষাটি বাতিল করা হয়।

ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটিকে সুপারিশ করেছে বিভাগ।
অভিযুক্ত স্টাফ নির্মল চন্দ্র দাস বলেন, পরীক্ষা কমিটির সভাপতি ড. মোঃ আব্দুল মালেক বিভাগের সভাপতির কক্ষে কম্পিউটারে প্রশ্নের কাজ করেন। বিভাগের সভাপতির কক্ষের কম্পিউটার থেকে সিরাজুল ইসলাম ও শাখওয়াত হোসেন প্রশ্নপত্র চুরি করেছেন। নির্মল যখন বিভাগের কাজে বাইরে আসেন ঠিক তখন সিরাজুল ও শাখওয়াত অফিসের কম্পিউটার থেকে প্রশ্নপত্র চুরি করে নিয়ে যান এবং প্রশ্নের ছবি তুলে রাখেন। কম্পিউটার থেকে প্রশ্ন চুরি এবং ছবি তুলে নেওয়ার বিষয়টি নির্মল জানতে পারলে মনস্তাত্ত্বিকভাবে তাকে কব্জা করে ফেলেন অভিযুক্ত ঐ

শিক্ষার্থীরা। তারা পরীক্ষার উত্তরপত্রও নির্মল চন্দ্রের কক্ষ থেকে চুরি করেন বলে জানান নির্মল।
এর আগেও ওই দুই শিক্ষার্থী বিভিন্ন সময়ে বিভাগের কম্পিউটার থেকে প্রশ্ন চুরি করেছেন বলে জানা যায়।
অভিযুক্ত শিক্ষার্থী সিরাজুল প্রথমে বলেন, ‘এই ঘটনার সঙ্গে আমি একা না আরো অনেকেই জড়িত।’ তিনি বলেন, নির্মল চন্দ্র দাস পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে তাকে প্রশ্নপত্র এবং উত্তরপত্র সরবরাহ করেছেন। পরে অবশ্য স্বীকার করেন যে, উত্তরপত্র তিনি অফিস সহকারীর কক্ষ থেকে চুরি করেছেন। তিনি দুটি উত্তরপত্র চুরি করেছেন একটিতে লিখে এনেছিলেন এবং ধরা পড়ার পরে আরেকটি তিনি পুড়িয়ে ফেলেছেন। তবে কম্পিউটার থেকে প্রশ্ন চুরির বিষয়টি সিরাজুলের সহযোগী শাখওয়াত প্রথমে সাংবাদিকদের কাছে স্বীকার করলেও পরক্ষণেই কথা ভিন্ন দিকে প্রবাহিত করে বলেন নির্মল প্রশ্ন সরবরাহ করেছে। উত্তরপত্র চুরির বিষয়টি তিনি স্বীকার করেন।

এ বিষয়ে পরীক্ষা কমিটির সভাপতি ড. আব্দুুল মালেক বলেন, ‘পরীক্ষা কমিটির সদস্যরা আমাকে এক কপি প্রশ্নপত্র প্রিন্ট করে দিয়েছেন আমি সেটা পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে ছাপিয়ে খামে ভরে সিলগালা করি। কিভাবে এই প্রশ্ন চুরি হলো তা আমি জানি না।’ তবে অফিস সহকারী নির্মল চন্দ্র প্রশ্নপত্র ছাপানোর সময় তার সাথে ছিলেন না বলে জানান।
বিভাগের সভাপতি মাহফুজুর রহমান জানান, এখানে সংশ্লিষ্টদের যথেষ্ট গাফিলতি রয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে হিসাব মতো উত্তরপত্র সরবরাহ করলে এবং পরীক্ষা শেষে বাকিগুলো ফেরত নিলে এমনটি হত না। কিন্তু এখানে স্টাফরা বেশি আনেন এবং ফেরত দেওয়ার সময়ে সঠিকভাবে ফেরত না দেওয়ার কারণে এমনটি হয়েছে। পরীক্ষার উত্তরপত্র তো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ একটি দুষ্প্রাপ্য উপকরণ। পরীক্ষার উত্তরপত্রের প্রতি এমন দায়িত্বহীনতার পরিচয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল করিম চৌধুরী বলেন, ‘এই বিষয়ে আমাদের কাছে ঐ বিভাগ থেকে লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি নিয়ে আমরা খুব তাড়াতাড়ি পদক্ষেপ গ্রহণ করব।’


পাঠকের মন্তব্য দেখুন
ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0049660205841064