প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্ববিদ্যালয় সংলগ্ন লতিফপুর গ্রামের কৃষক আব্দুল কালামের ২ বিঘা জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন তারা।
কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালন করতেই মাঠে এসেছেন বলে জানিয়েছেন বিডিইউ ছাত্রলীগের নেতাকর্মীরা। বিডিইউ ছাত্রলীগের সভাপতি মির্জা আবু সাঈম ও সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমার নেতৃত্বে নেতাকর্মীরা ধানকাটার এ কর্মসূচিতে অংশ নেয়।
গত ২৪ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ছাত্রলীগের নেতাকর্মীসহ ,ছাত্র ও যুব সমাজের সবার প্রতি বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেয়ার আহ্বান জানান।
কৃষক আব্দুল কালাম বলেন, ধান কাটা নিয়ে অনেক চিন্তিত ছিলাম, শ্রমিকের মজুরি লাগতো আমার পাকা ধান কাটার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির ছাত্রলীগের নেতাকর্মীরা আন্তরিকতার সঙ্গে বিনামূল্যে আমার ধান কেটে দিয়েছেন। এতে আমার অনেক উপকার হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং একইসঙ্গে প্রধানমন্ত্রীকেও আমার ধন্যবাদ জানাচ্ছি।
বিডিইউ ছাত্রলীগের সভাপতি মির্জা আবু সাঈম জানান, ফসল কাটা ও কৃষকের ঘরে তুলে দেয়া দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ। আর উনার নির্দেশ ছাত্রলীগের আবশ্যকীয় দায়িত্ব। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষকদের উন্নয়নই আমাদের উন্নয়ন। ভবিষ্যতে তাদের আরো বিভিন্ন সহায়তা এবং উন্নয়নমূলক কাজের জন্য বিডিইউ ছাত্রলীগ সদা প্রস্তুত থাকবে।
সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমা বলেন, বঙ্গবন্ধুর সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কাজ করছেন। উনার নির্দেশে আমরাও চাই এই শস্য শ্যামলা বাংলার কারিগর কৃষকদের পাশে থাকতে, তাদের কাজে সহযোগিতা করতে। ডিজিটাল ইউনিভার্সিটির নেতৃত্বে ভবিষ্যতে কৃষকদের আরো প্রযুক্তি গত সহায়তা দেবো বলে আশা করছি।