কোচিং সেন্টারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি

ময়মনসিংহ প্রতিনিধি |

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতির অভিযোগে ময়মনসিংহের সানরাইজ কোচিং সেন্টার শনিবার বন্ধ করে দিয়েছে পুলিশ। ছবি বিকৃতির ঘটনায় দায়ী কোচিং সেন্টার পরিচালকের ভাই ও দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বিশেষ সুবিধা নেয়ার ধান্ধায় অভিনব কৌশলে কোচিং সেন্টারের ব্যানার-পোস্টারে জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি জুড়ে দেয়ার ঘটনা নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, নগরীর রামবাবু রোডের সানরাইজ কোচিং সেন্টার কর্তৃপক্ষ তাদের সাইনবোর্ডে ব্যবহার করা জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে জনসমক্ষে ব্যবহার করে আসছিল। দীর্ঘদিন ধরে ময়মনসিংহ শহরে কোচিং সেন্টারগুলো এ ধরনের অপরাধ করে এলেও প্রশাসনের ভূমিকা ছিল নীরব। অভিযোগ আছে, বিএনপিপন্থি এমনকি শিবিরের কোচিং সেন্টারগুলো অপরাধ করে এলেও প্রশাসনের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। বিষয়টি নেত্রকোনা জেলা ছাত্রলীগ কর্মী আনিসুজ্জামান রনীর নজরে এলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে ময়মনসিংহ পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু তারপরও ময়মনসিংহ পুলিশ সাড়া দেয়নি। পরবর্তীকালে নেত্রকোনার ছাত্রলীগ কর্মীরা বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাসকে অবহিত করেন।

মোবাইল ফোনে শনিবার সনজিত চন্দ্র দাস বিষয়টি ময়মনসিংহের পুলিশ সুপারসহ প্রধানমন্ত্রী দপ্তরকে অবহিত করার পর টনক নড়ে ময়মনসিংহ পুলিশ প্রশাসনের। একই সঙ্গে ফেসবুক পোস্টে লেখেন, ‘শক্ত বিচার হওয়া উচিৎ, জাতির পিতা ও নেত্রীর ছবি এভাবে ব্যবহার করার (এটা ব্যবসা করার পণ্য না) ধৃষ্টতা দেখিয়ে কেউ পার পাবে না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি। নেত্রী, জাতির পিতার প্রশ্নে কোন ছাড় হবে না।’ সনজিত চন্দ্র দাস তার ফেসবুক পোস্টটি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ সরকারের আরও গুরুত্বপূর্ণ ছয় জনকে ‘ট্যাগ’ করেন।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাসের এ ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এছাড়া সানরাইজ কোচিং সেন্টারের এ ধরনের অপকৌশলের বিষয়টি সনজিত আওয়ামী লীগের শীর্ষ কয়েক নেতাকেও টেলিফোনে অবহিত করেন। তার এ পোস্টের পর ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তার ফেসবুকে কয়েক শ’ কমেন্টস পড়ে।
 
এর মধ্যে নেত্রকোনা জেলা ছাত্রলীগ কর্মী আনিসুজ্জামান রনী কমেন্টসে লেখেন, ‘সানরাইজ কোচিং সেন্টারের মালিকপক্ষ এবং যে প্রেস থেকে এ পোস্টারগুলো ছাপানো হয়েছে তাদের কীভাবে সাহস হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশরত্ন শেখ হাসিনার ছবি পেছনে রেখে তাদের কোচিং সেন্টারের বিজ্ঞাপন ছাপানোর এবং সেই পোস্টার দেয়ালে লাগানোর দুঃসাহস তারা কোথায় পায়- আমার জানতে ইচ্ছে করে। ময়মনসিংহ জেলা ছাত্রলীগ এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যে সকল নেতৃবৃন্দ আমার ফ্রেন্ডলিস্টে আছেন তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি’।

এমন অবস্থায় শনিবার দুপুরে কোতোয়ালি মডেল থানার ওসি (অপারেশন) মনসুরের নেতৃত্বে পুলিশ নগরীর রামবাবু রোডের সানরাইজ কোচিং সেন্টারে এক অভিযান চালায়। অভিযানের ঘটনার সত্যতা পেয়ে কোচিং সেন্টার বন্ধসহ এর পরিচালকের বড় ভাই ও কোচিং সেন্টারের দুই শিক্ষককে আটক করে। পুলিশ হেফাজতে এদের জিজ্ঞাসাবাদ চলছে।

ওসি অপারেশন জানান, আটককৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক অবস্থায় তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


পাঠকের মন্তব্য দেখুন
শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0031859874725342