দৈনিকশিক্ষাডটকম ডেস্ক : কোচিং সেন্টারে ক্লাস চলাকালীন হার্ট অ্যাটাকে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে।
বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মৃত ছাত্রের নাম রোজা লোধি। ১৮ বছর বয়সী লোধি মধ্যপ্রদেশের রাজা সাগর এলাকার বাসিন্দা।
প্রতিবেদনে বলা হয়, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি নিতে ওই শিক্ষার্থী ইন্দোরে একটি বেসরকারি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন।
প্রতিদিনের মতো গতকাল বুধবার বিকেলে কোচিং সেন্টারে গিয়েছিলেন লোধি। সেখানে পৌঁছানোর পরেই অসুস্থ বোধ করতে থাকেন। এরপরই সহপাঠী বন্ধুরা তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।
কোচিং সেন্টারে ঘটনার দিনের একটি সিসিটিভি ফুটেজে লোধীর অসুস্থতার বিষয়টি ধরা পড়ে। ৩২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, কালো শার্ট পরা লোধী ক্লাসে আরও অনেক শিক্ষার্থীর সঙ্গে বসে আছেন। তবে কয়েক সেকেন্ড অসুস্থ বোধ করার পর হঠাৎই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
কোচিংসেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, হার্ট অ্যাটাকে লোধীর মৃত্যু হয়েছে। তবে মৃতের পরিবারের অভিযোগ, সঠিক সময়ে লোধীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ঘটনাটি ঘটত না।
পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ কোচিং সেন্টারের ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। সেই সঙ্গে মৃত শিক্ষার্থীর স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট পরিবারের সদস্যদের কাছ থেকে চাওয়া হয়েছে। পড়াশোনার অত্যাধিক চাপের জন্য হৃদরোগে আক্রান্ত হয়েছিল কিনা, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।