দৈনিক শিক্ষাডটকম, বরিশাল : কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ব্রজমোহন কলেজ শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১ টায় বরিশাল ব্রজমোহন কলেজে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীারা।
এ সময় তারা কোটা পদ্ধতি বাতিলের জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন সরকার যে পদ্ধতি বাতিল করেছিলে সেটা পুনরায় চালু হলে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হবে। ২০১৮ সালের কোটা প্রথা বাতিল করে যে রায় দিয়েছে সে রায় বহাল চায় শিক্ষার্থীরা।
বক্তব্যে শিক্ষার্থীরা আরও বলেন এ পদ্ধতি বাতিল না হলে ভবিষ্যতে তরুণ প্রজন্মের বৈষম্যের স্বীকার করা হবে।
সমাবেশে বিভিন্ন দাবি সম্বলিত প্লাকার্ড নিয়ে অংশনেন কলেজের শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বেরকরে শিক্ষার্থীরা
মিছিলটি ক্যাম্পাস পরিদর্শন করে সামনের সড়ক প্রদক্ষিণ করে ব্রজমোহন কলেজের জিরো পয়েন্ট এসে শেষ হয়। দাবী আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচী দেয়ার হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।