‘কোটা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘সংবিধানের মূল কথা, সুযোগের সমতা’, মুক্তিযুদ্ধের মূল কথা সুযোগের সমতা’ এমন স্লোগানে দিয়ে শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এ সময় রাস্তার চারপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী শিক্ষার্থীরা এখনো শাহবাগে অবস্থান করছেন।
বুধবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় টানা দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করে।
এ সময়, '৭১ এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই', '৫২ এর বাংলার বৈষম্যের ঠাঁই নাই', 'কোটা না মেধা, মেধা মেধা', 'আপোশ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম', 'দিয়েছিতো রক্ত, আরো দিব রক্ত', 'রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়', সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে', '১৮ এর পরিপত্র পুনর্বহাল করতে হবে'সহ নানান স্লোগান দেয়।
এর আগে দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সামনে জড়ো হয় হাজার হাজার শিক্ষার্থী। পরে সেখন থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে হাইকোর্ট এলাকা হয়ে শাহবাগে এসে অবস্থান নেয় তারা।