ক্যাম্পাসে ছিনতাইকালে জাবি শিক্ষার্থীসহ আটক ২

দৈনিক শিক্ষাডটকম, জাবি |

দৈনিক শিক্ষাডটকম, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক বহিরাগতকে তুলে এনে ছিনতাইকালে জাবি শিক্ষার্থীসহ দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ সংলগ্ন মাঠ থেকে তাদের আটক করা হয়। পরে সন্ধ্যায় আশুলিয়া থানাপুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। 

আটকরা হলেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থী অর্ণব ও সিটি ইউনিভার্সিটির বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোমিও রাজু। তারা দুজনই বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় ভাড়া বাসায় থাকেন।

  

ভুক্তভোগী ওমর আলী আশুলিয়ার আমতলা বাজারে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন।

বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্র জানায়, ওমর আলীর দোকানে চার মাস আগে হৃদয় নামের এক ব্যক্তি মোবাইল মেরামত করতে যান। সেখান থেকেই হৃদয়ের সঙ্গে ওমর আলীর ব্যবসায়িক সম্পর্ক শুরু হয়। তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে হৃদয়, রাজু, অর্ণব ও অজ্ঞাতপরিচয় দুজন ওমর আলীকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন। পরে তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে ৬০ হাজার টাকা দাবি করেন।

একপর্যায়ে টাকা দিতে অস্বীকৃতি জানালে ওমর আলীকে মারধর করেন তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মকর্তারা সেখানে পৌঁছালে অভিযুক্তরা পালানোর চেষ্টা করেন। অন্যরা পালিয়ে গেলেও রাজু ও অর্ণবকে চাপাতিসহ হাতেনাতে ধরেন নিরাপত্তাকর্মীরা।

এ বিষয়ে প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, বহিরাগত একজনকে অপহরণ করে বিশ্ববিদ্যালয়ে নিয়ে এসে ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ অভিযুক্তদের হাতেনাতে ধরা হয়েছে। তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম মিয়া বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিনতাই করতে গিয়ে দুজন ধরা পড়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আটক দুজনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


পাঠকের মন্তব্য দেখুন
আইনের মারপ্যাঁচে অনিশ্চিত ১৯তম শিক্ষক নিবন্ধন - dainik shiksha আইনের মারপ্যাঁচে অনিশ্চিত ১৯তম শিক্ষক নিবন্ধন ‘ঢাবির ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে শিগগিরই’ - dainik shiksha ‘ঢাবির ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে শিগগিরই’ হাই-টেক পার্কের নাম হবে জেলার নামে: উপদেষ্টা নাহিদ - dainik shiksha হাই-টেক পার্কের নাম হবে জেলার নামে: উপদেষ্টা নাহিদ দীপু মনির নামে আরেক মামলা, আসামি ৬০০ - dainik shiksha দীপু মনির নামে আরেক মামলা, আসামি ৬০০ স্কুল-কলেজে বিশৃঙ্খলা : কোথাও জবরদস্তি কোথাও পালিয়ে থাকা - dainik shiksha স্কুল-কলেজে বিশৃঙ্খলা : কোথাও জবরদস্তি কোথাও পালিয়ে থাকা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0051031112670898