ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম স্বপরিবারে ক্যাম্পাস ছেড়েছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল আটটায় তিনি বাঙলো ত্যাগ করেন।
এদিকে ভিসির ব্যক্তিগত সহকারীকে (পিএস) অব্যাহতি দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার রাতে ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম পিএস আইয়ূব আলীকে অব্যাহতি দেয়ার আদেশ দেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান জানান, ভিসি স্যার গতরাতে (বুধবার) আমাকে ডেকেছিলেন। কিন্তু শরীর খারাপ থাকায় যেতে পারিনি। তাই সকালে এসে অব্যাহিতর আদেশপত্র প্রস্তুত করেছি। এখানে ভিসি স্যার শুধু তাকে অব্যাহত দেয়ার কথা বলেছেন। কোনো কারণ জানাননি।
এ বিষয়ে জানতে চাইলে প্রো-ভিসি অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ভিসি স্যার ঢাকা গেছেন। ৩ বা ৪ মার্চ পর্যন্ত ছুটিতে থাকবেন তিনি।
এর আগে পিএস আইয়ূব আলীর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা। তখন তার কার্যালয় ভাঙচুর ও মারধরও করেছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তখন আইয়ূবকে পদ থেকে সরানো হয়নি। তবে ভিসির অডিও ফাঁসের ঘটনার পর তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ‘ফারাহ জেবিন’ ও ‘মিসেস সালাম’ নামে পৃথক দুটি ফেসবুক আইডি থেকে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ভিসির পাঁচটি ফোনালাপের অডিও ভাইরাল হয়। সর্বশেষ ১৯ ও ২০ ফেব্রুয়ারি আরও দুটি অডিও ফাঁস হয়। অডিওগুলোতে নিয়োগ বোর্ড, চাকরির প্রশ্নের বিষয়ে কথোপকথন, চাকরির বিনিময়ে আর্থিক লেনদেন ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভিসিকে কথা বলতে শোনা যায়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১৭ ফেব্রুয়ারি ইবি থানায় জিডি করা হয়। অডিও ছড়িয়ে পড়ার পর গত তিন দিন কার্যালয়ে আসেননি ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। তার কার্যালয়ে তালা ঝুলিয়ে বুধবার তৃতীয় দিনের মতো আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ে কর্মরত অস্থায়ী চাকরিজীবী পরিষদ। এদের সবাই ছাত্রলীগের সাবেক নেতাকর্মী। এ সময় তারা ভিসির অপসারণ দাবি করেন। এর আগে গত ১৯ ও ২০শ ফেব্রুয়ারি বিক্ষোভ করেন তারা।