ক্লাসে মোবাইল নিষিদ্ধ যেসব দেশে

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য শ্রেণিকক্ষে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করতে যাচ্ছে ফিলিপাইন। কিন্ডারগার্টেন থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর করা হতে পারে। এই নিষেধাজ্ঞা সরকারির পাশাপাশি বেসরকারি স্কুলেও থাকবে বলে জানা গেছে। ফিলিপাইনই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকটি দেশ শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়।

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে ২০২৩ খ্রিষ্টাব্দে শ্রেণিকক্ষে স্মার্টফোনসহ অন্যান্য ডিজিটাল ডিভাইস নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস সরকার। তবে এ বিষয়ে এখনও কোনো আইন করা হয়নি। স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় চলতি বছর জানুয়ারি থেকে সরকার পরীক্ষামূলকভাবে শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার নিষেধাজ্ঞার নিয়ম চালু করে।

ডাচ সরকার জানায়, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এ ছাড়া প্রযুক্তি ও ডিজিটাল দক্ষতার বিষয়ে পড়াশোনার জন্য ডিজিটাল ডিভাইস আনা যাবে।

২০১৮ খ্রিষ্টাব্দের ফ্রান্সের সরকার দেশটির স্কুলে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নেয়। ১৫ বছরের কম বয়সী শিক্ষার্থীরা তাদের মোবাইল ফোন বাড়িতে রেখে যাবে বলে সিদ্ধান্ত দেয় দেশটির নীতি নির্ধারকরা। মোবাইল ফোনের পাশাপাশি এই নিষেধাজ্ঞার আওতায় কম্পিউটার এবং অন্যান্য ইন্টারনেট সংযুক্ত ডিভাইস রয়েছে। 

গত বছর ফিনল্যান্ডেও শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশটিতে স্কুলে মোবাইল ফোন ব্যবহার সীমিত করতে আইন পরিবর্তনেরও ঘোষণা দেয় সরকার। 

ইংল্যান্ডের স্কুলেও মোবাইল ফোন নিষিদ্ধ হচ্ছে। চলতি বছর শ্রেণিকক্ষে মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করতে দেশটির স্কুলগুলোর জন্য একটি নির্দেশিকা প্রণয়ন করে ব্রিটিশ সরকার। এতে বলা হয়, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে এবং আচরণ উন্নত করার পরিকল্পনার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির অনেক স্কুল এরই মধ্যে শ্রেণিকক্ষে ফোন নিষিদ্ধ করেছে।


পাঠকের মন্তব্য দেখুন
বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৪৫ লাখ - dainik shiksha বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৪৫ লাখ স্কুল-কলেজ ভবন নির্মাণে ৫ শতাংশ কমিশন নিতেন দীপু মনির ভাই টিপু - dainik shiksha স্কুল-কলেজ ভবন নির্মাণে ৫ শতাংশ কমিশন নিতেন দীপু মনির ভাই টিপু বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহায়তা পাঠাবেন যেভাবে - dainik shiksha বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহায়তা পাঠাবেন যেভাবে ঢাবি অধিভুক্ত ও উপাদানকল্প কলেজে ভর্তির টাকা জমা দেয়ার সময় বৃদ্ধি - dainik shiksha ঢাবি অধিভুক্ত ও উপাদানকল্প কলেজে ভর্তির টাকা জমা দেয়ার সময় বৃদ্ধি নতুন শিক্ষাক্রম সংস্কার নয়, বাতিল চাই - dainik shiksha নতুন শিক্ষাক্রম সংস্কার নয়, বাতিল চাই দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0027871131896973