ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ক্লাস, কোর্স এবং পরীক্ষা ব্যবস্থাপনা অটোমেশনের আওতায় আনতে ‘DUBDLMS’ নামের একটি ‘লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভাচ্যুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ সফটওয়্যার উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, যেকোনো প্রতিকুল পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্যই এই উদ্ভাবন। এ সফটওয়্যারে প্রবেশ করে শ্রেণি কার্যক্রম, ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি, কোর্স পরিচালনা, পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিধিবিধান অনুযায়ী সরাসরি নম্বর দেয়া এবং দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা যাবে।
তিনি আরো বলেন, এই সফটওয়্যারে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের এই সফটওয়্যার ব্যবহারের সুবিধার্থে কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করা হবে। এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপকৃত হবেন এবং শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি পাবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খানের নেতৃত্বে এই ‘লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যার তৈরি করা হয়েছে। এই সফটওয়্যার দিয়ে শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন করে দ্রুততম সময়ে ফল প্রকাশ করাও যাবে।