কোটা পদ্ধতির সংস্কার ও ২০১৮ খ্রিষ্টাব্দের পরিপত্র বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। তারা আগামী সাতদিন যবিপ্রবির সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।
শনিবার (৬ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যশোর-চৌগাছা স্বাধীনতা সড়ক অবরোধ করেন তারা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের নিচে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেন। এ সময় ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি সাত দিনের কর্মসূচিও ঘোষণা দেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, তাদের আন্দোলন, যৌক্তিক আন্দোলন। যৌক্তিক এ দাবির বাস্তবায়ন না হলে তারা থেমে থাকবেন না। দাবি মেনে না নিলে আন্দোলন আরো কঠোর হবে।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘কোটা না মেধা? মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র, পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ স্লোগান দেন।