সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করে সুপার গ্রেডে অন্তর্ভুক্তির দাবিতে ৭ম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন শিক্ষকরা। দেশের ৪০টি সরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা স্ব-স্ব প্রতিষ্ঠানে তাদের কর্মসূচি বাস্তবায়ন করছেন।
এতে অচল হয়ে পড়েছে দেশের উচ্চ শিক্ষা। শিক্ষকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
রোববার (৭ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে কলা ভবনের সামনে আন্দোলন করেন শিক্ষকরা। সরকার ঘোষিত 'প্রত্যয়' স্কিম থেকে মুক্তি চান তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সাথে যুক্ত হন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষক নেতারা বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি গোষ্ঠী সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে। সরকারের কাছ থেকে দাবি আদায় করবেন শিক্ষকরা এর মধ্যে ভিন্ন কোন রাজনীতি নেই।
এদিকে, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক দফা দাবিতে বিক্ষোভ করেছেন কর্মকর্তা- কর্মচারীরা।