‘এসো, সুন্দর আগামী গড়ি’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জয়পুরহাটের ক্ষেতলালে শিক্ষার্থীদের সাথে ইন্টারনেটের অপব্যবহার, সাইবার বুলিং, মোবাইল গেমে আসক্তি, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ক্ষেতলাল উপজেলার আটিদাশড়া উচ্চ বিদ্যালয়ে সেচ্ছাসেবী সংগঠন উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আটিদাশড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফতাবুজ্জামান আল ইমরান।
উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ক্ষেতলাল থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী, তুলসীগঙ্গা ইউনিয়নের বিট ইনচার্জ উপপরিদর্শক নূর আমিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নয়ন আহমেদ, রতন চৌধুরী। সভায় অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা শুনে দ্রুত তা সমাধানের আশ্বাস দেন। সভা শেষে বিদ্যালয় ভবনের সামনে বৃক্ষরোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের প্রচার সম্পাদক শাহিনুর ইসলাম, রক্তদান বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ।