খারাপ ছেলে-মেয়ে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে দরকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নেত্রী অনেক বাছ-বিচার করে এ কমিটি দিয়েছেন। তোমরা তাঁকে হতাশ করো না। সামনে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি। এ কমিটিতে খারাপ ছেলে-মেয়েদের দরকার নেই। যাদের সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক, সিট বাণিজ্যের মানসিকতা রয়েছে, তাঁরা যেই হোক, তাঁদের নেতা বানানো যাবে না।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল আরো বলেন, ছাত্রলীগ যাদের আমাদের রাজনীতির হাত-খড়ি। ছাত্রলীগকে নিয়ে যারা গর্ব করি, মাঝে মধ্যে এমন কিছু ঘটে আমরা অনেক ব্যথিত হই। কোথায় কোথায় লাগামহীন হয়ে গেছে, এদের লাগাম টেনে ধরতে হবে।
ছাত্রলীগের কেন্দ্রীয় দুই শীর্ষ দুই নেতাকে ইঙ্গিত করে বলেন, ছাত্রলীগে নামে যারা অপকর্ম করে তাদের এক্সফেল করো, কয়েকদিন পর আবার তা উঠে যায়। এদের শাস্তি পারমানেন্ট করতে হবে। দরকার পড়লে জেলে পাঠিয়ে দাও, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে দাও এদের আমরা দেখতে চাই না।
সেতুমন্ত্রী আরো বলেন, আবেগের না চেতনার সৈনিক হতে হবে। ভালো ছেলে-মেয়েরা ছাত্রলীগে থাকলে বাকি ভালো ছেলে-মেয়েরা আকর্ষিত হবে। অপকর্মের কর্মী দরকার নাই আমাদের দরকার সততা ও মেধার সংমিশ্রণে স্মার্ট কর্মী। ছাত্রলীগের আশার প্রদীপ আবার জ্বলবে, আমাদের খেয়াল রাখতে হবে এ আশার প্রদীপ যেন নিভে না যায়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তারানা হালিম, ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও সভাপতি মাজহারুল কবির শয়ন।