খালের ওপর ব্রিজ নির্মাণের দাবিতে মাদরাসা শিক্ষার্থীদের মানববন্ধন

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি |

পিরোজপুরের কাউখালীর সীমান্তবর্তী জোলাগাতী দারুল উলুম মাদরাসার সামনের খালে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে এ মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

খালের ওপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধনে মাদরাসা শিক্ষার্থীরা : কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

মানববন্ধনে বক্তারা বলেন, সাঁকো দিয়ে চলাচলকারী বহু শিশুশিক্ষার্থীসহ বৃদ্ধরা প্রতিনিয়ত পা পিছলে পানিতে পরে যায়। এতে অনেকে হতাহত হয়। জনপ্রতিনিধিরা অবহেলিত এই জনপদে উন্নয়নের আশার বাণী শুনালেও বাস্তবে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে। অবিলম্বে এ খালে একটি ব্রিজ নির্মাণের দাবি জানান তারা।

জানা যায়, কাউখালীর সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে জোলাগাতী দারুল উলুম মাদরাসা। মাদরাসার সামনে কাউখালী-ভান্ডারিয়া সংযোগ খালের উপরে রয়েছে একটি ঝুঁকিপূর্ণ সাঁকো। জীবনের ঝুঁকি নিয়ে খাল পারাপারে শিক্ষার্থীসহ এলাকার মানুষের একমাত্র ভরসা এই সাঁকো। শিশু শিক্ষার্থী ও বৃদ্ধদের পারাপারের সুবিধার্থে সাঁকোর দুই পাশে লাগানো হয়েছে মাছ ধরার জাল।

মানববন্ধন শেষে মাদরাসার মোহতামিম মাওলানা আব্দুল রহমান দৈনিক শিক্ষাডটকমকে জানান, ‘স্বাধীনতার পর থেকেই এই এলাকার হত-দরিদ্র মানুষের চরম দুঃখ-দুর্দশা। শিক্ষা আলো থেকেও বঞ্চিত তারা। বিষয়টি অনুভব করে এখানে মাদরাসা প্রতিষ্ঠা করা হয়। কিন্তু মাদরাসায় যাতায়াতের জন্য কাউখালী-ভান্ডারিয়া সীমানার জোলাগাতী খাল পারাপারের জন্য ব্রিজ না থাকায় চার যুগ পর্যন্ত এলাকাবাসীকে সাথে নিয়ে বাঁশ ও সুপারি গাছ দিয়ে সাঁকো তৈরি করি।’

তিনি আরও জানান, মাননীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যানসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট একটি ব্রিজ নির্মাণের জন্য বার বার আবেদন করলেও আজ পর্যন্ত খালটিতে কোনো ব্রিজ নির্মাণ করা হয় নাই। যে কারণে এলাবাসীকে সাথে নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য ব্রিজের দাবিতে আমরা এ মানববন্ধন করি। কর্তৃপক্ষের নিকট আমাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে ছাত্র-ছাত্রী ও জনসাধারণের পারাপারের জন্য একটি ব্রিজ নির্মাণের ব্যবস্থা করবেন।’

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়ার কাছে জানতে চাইলে তিনি দৈনিক শিক্ষাডটকমকে জানান, ‘ব্রিজটি খুবই জন গুরুত্বপূর্ণ। ব্রিজের জন্য রোড ম্যাপ তৈরি করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সাঁকোর স্থলে একটি ব্রিজ নির্মাণ করা হবে।’


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0030128955841064