দৈনিক শিক্ষাডটকম, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে একটি খাল থেকে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বলাইবাড়ি এলাকায় বাড়ির পাশের তাফালবাড়ির খাল থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ওই শিশুর নাম শাহরিয়ার। সে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং রাজাপুর সরকারি কলেজ এলাকার ইজিবাইকের গ্যারেজ মালিক মিলন হাওলাদারের ছেলে। স্বজনদের অভিযোগ তাকে হত্যার পর খালে ফেলে দেওয়া হয়েছে।
শিশুটির বাবা মিলন হাওলাদার জানান, দুপুরে স্কুল থেকে বাড়ি যাবার সময় নিখোঁজ হন ছেলে শাহরিয়ার। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে মাথায় ও শরীরে আঘাত ও রক্তাক্ত অবস্থান খালে তাকে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জানান অনেক আগেই তার মৃত্যু হয়েছে।
মিলন অভিযোগ করে আরও জানান, তার ছেলেকে হত্যা করে মরদেহ খালে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান তিনি।
এ বিষয়ে রাজাপুর থানার ওসি তদন্ত ফিরোজ আলম জানান, রক্তাক্ত অবস্থান ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে, মৃত্যুর কারণ এখনও জানা জায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।