মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেছেন, আজকের এই খুদে শিক্ষার্থীদের মাঝেই হয়তো লুকিয়ে আছেন ভবিষ্যতের আইনস্টাইন, জগদীশ চন্দ্র বসু ও সত্যেন বোসের মতো বিজ্ঞানী। তাদের নিত্য-নতুন উদ্ভাবনী শক্তির ছোঁয়ায় বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তিগত উৎকর্ষতা অর্জন করবে বলে আমি বিশ্বাস করি। তিনি শিক্ষার্থীদেরকে বিজ্ঞান চর্চার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে তিন দিনের ৬৬তম বার্ষিক বিজ্ঞান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব লিবারাল আর্টসের এমবিএ প্রোগ্রামের পরিচালক আসিফ উদ্দীন আহমেদ। অধ্যক্ষ ব্রাদার ড. লিও জেমস পেরেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ব্রাদার বিকাশ ভিক্টর ডি রোজারিও। অনুষ্ঠানে বিজ্ঞান উৎসবের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করেন সিনটিলা সায়েন্স ক্লাবের চিফ মডারেটর স্বপন কুমার মিস্ত্রি।
অধ্যক্ষ ব্রাদার ড. লিও জেমস পেরেরা বলেন, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল সবসময়ই শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও আত্মিক বিকাশের লক্ষ্যে কাজ করে থাকে। বিজ্ঞান উৎসব আয়োজন তারই ধারাবাহিকতার অংশ।
জানা গেছে, এবার ৬৬তম বিজ্ঞান উৎসবে রাজধানী ঢাকার খ্যাতনামা ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানের আড়াই হাজারের বেশি খুদে বিজ্ঞানী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে। ইভেন্টের মধ্যে রয়েছে, সায়েন্স প্রজেক্ট ডিসপ্লে, সায়েন্টিফিক আইডিয়া প্রেজেন্টেশন, সায়েন্টিফিক ওয়াল ম্যাগাজিন, স্ক্রাববুক, বিভিন্ন বিষয়ের অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা, রোবটিক এক্সিবিশনসহ আরো অনেক আকর্ষণীয় ইভেন্ট।
উদ্বোধনের পরপরই মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। আগামী শনিবার দুপুর আড়াইটায় সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউজিসি প্রফেসর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. শরীফ এনামুল কবীর।