খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সামাজিক বিজ্ঞান স্কুলের আয়োজনে দুই দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক সম্মেলন (আইসিএসএসআই) উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্মেলনে নয়টি থিমের ওপর ৫৮টি গবেষণার সারসংক্ষেপ উপস্থাপন করা হবে। বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, আমেরিকা ও আরব আমিরাত থেকে অংশগ্রহণকারীরা সশরীরে ও ভার্চুয়ালি অংশগ্রহণ করছেন।
উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, মানবাধিকার, শিশু অধিকার, দরিদ্রতা এবং বৈশ্বিক মহামারীর পাশাপাশি সাইবার ক্রাইমও নতুন সামাজিক সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। এসব পরিবর্তন ও সমস্যা মোকাবিলা করে সমাজকে সঠিক দিকনির্দেশনা দেওয়া জরুরি। এক্ষেত্রে সামাজিক বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
তিনি আরও বলেন, গোটা সমাজ ব্যবস্থায় নানা পরিবর্তন প্রভাব ফেলছে। সমাজবিজ্ঞানীদের এসব দিক নিয়ে গবেষণার মাধ্যমে দিকনির্দেশনা দিতে হবে।
উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনগুলোর গবেষণা জোরদারে গুরুত্বারোপ করেছে। তারই ফলশ্রুতিতে প্রথমবারের মতো সামাজিক বিজ্ঞান স্কুলের আয়োজনে আজ এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও বলেন, এই সম্মেলন থেকে গবেষণার নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে। যা শিক্ষক-শিক্ষার্থীদের একাডেমিক ক্ষেত্রে সহায়ক হবে, বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।
সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. মো. নাসিফ আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন আয়োজক কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. তানভীর আহমেদ সোহেল।
অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনগুলোর প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর কি-নোট সেশন অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুরের পর দুইটি পর্বে ছয়টি প্যারালাল টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।