খুবির দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

জাবি প্রতিনিধি |

বেতন-ফি কমানো, আবাসন ব্যবস্থা নিশ্চিত করাসহ ৫ দফা দাবিতে আন্দোলনে জড়িত খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনাকে প্রতিহিংসা এবং দুরভিসন্ধিমূলক বলে মনে করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এ দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করার দাবি জানিয়েছে সংগঠনটির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। দৈনিক শিক্ষাডটকমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান সংগঠনের জাবি সংসদের সভাপতি মিখা পিরেগু এবং সাধারণ সম্পাদক রাকিবুল রনি।

বিবৃতিতে ছাত্র নেতারা বলেন, ২০২০ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫ দফা দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করার সময় দুই শিক্ষক সেই পথে গাড়ি নিয়ে যেতে চাইলে শিক্ষার্থীরা তাদের অন্য পথে যেতে অনুরোধ করেন। শিক্ষকদের একজন তখন ক্ষিপ্ত হয়ে তাদের ছবি তুলে নেয় এবং ‘দেখে নেয়ার হুমকি’ দেন। শিক্ষার্থীর যৌক্তিক দাবি না মেনে উল্টো ঘটনার এক বছর পর একাডেমিক কাজে বাধা দেয়ার অভিযোগ এনে আন্দোলনে জড়িত দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এ দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে নেতারা বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি-দাওয়া না মেনে বানোয়াট অভিযোগে উল্টো তাদেরকে বহিষ্কার করার মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামকে হুমকি দিয়েছে। বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি, নিপীড়নসহ একাধিক অভিযোগ থাকার পরও রাষ্ট্র যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় তিনি এই দুঃসাহস দেখানোর শক্তি সঞ্চয় করতে পেরেছেন।

 

ছাত্র নেতারা আরও বলেন, পাঠ্য বই এবং ক্লাসরুমে আবদ্ধ না থেকে অধিকার আদায়ের সংগ্রামে শামিল হওয়াও একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের দায়িত্ব। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে সমর্থন জানানো শিক্ষকদের বরখাস্ত করার পাঁয়তারা এই মুহূর্তে বন্ধ না করলে, তার চড়া মূল্য দিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।

তারা বলেন, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা পর্যালোচনা করলে স্পষ্টই বোঝা যায়, উপাচার্যরা যৌক্তিক আন্দোলন দমন করবার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে অনুগত দাস তৈরি করবার কারখানা করে রাখবার প্রত্যয় নিয়েই পদে আসীন হন। ছাত্র ইউনিয়ন মনে করে, যত হামলা-মামলা-হুমকিই আসুক না কেন, বিরাজনীতিকরণের এই চক্রান্তের শিকল ছিঁড়ে শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের সংগ্রামকে আরও শক্তিশালী করবে।


পাঠকের মন্তব্য দেখুন
ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি - dainik shiksha ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ - dainik shiksha শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ অষ্টম পর্যন্ত অবৈতনিক শিক্ষায় সরকারকে সহযোগিতা করবে ইউএনএফপিএ - dainik shiksha অষ্টম পর্যন্ত অবৈতনিক শিক্ষায় সরকারকে সহযোগিতা করবে ইউএনএফপিএ ইসরায়েলকে বোমা পাঠানো বন্ধ রাখছে যুক্তরাষ্ট্র - dainik shiksha ইসরায়েলকে বোমা পাঠানো বন্ধ রাখছে যুক্তরাষ্ট্র ভুইফোঁড় শিক্ষক সমিতি নেতাদের এমপিও বাতিল হতে পারে - dainik shiksha ভুইফোঁড় শিক্ষক সমিতি নেতাদের এমপিও বাতিল হতে পারে শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ - dainik shiksha শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ ঢাকা শিক্ষা বোর্ডের জাপান টিকিট ৩০ লাখ! - dainik shiksha ঢাকা শিক্ষা বোর্ডের জাপান টিকিট ৩০ লাখ! জাল সনদধারী শিক্ষকের এমপিও বাতিল - dainik shiksha জাল সনদধারী শিক্ষকের এমপিও বাতিল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0099520683288574