খুলনায় চিকিৎসককে মারধর ও অপারেশন থিয়েটার ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত পুলিশের এএসআই নাঈমুজ্জামান শেখকে গ্রেফতারের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। ফলে শুক্রবার (৩ মার্চ) খুলনার সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ রয়েছে।
এদিকে চিকিৎসকদের টানা কর্মবিরতিতে খুলনায় চিকিৎসক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসাসেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। হাসপাতালে ভর্তি রোগীরাও সেবা পাচ্ছেন না।
অপরদিকে কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে আলোচনা করতে স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খুলনায় এসেছে।
শুক্রবার দুপুর ২টায় বিএমএ ভবনে চিকিৎসক নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন তারা। সেখানে চিকিৎসকদের সংগঠন বিএমএ নেতৃবৃন্দ ও ক্লিনিক মালিকসহ চিকিৎসক সংশ্লিষ্ট সকল সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। খুলনা বিএমএ সভাপতি ডা. শেখ বাহারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, খুলনা আবু নাসের হাসপাতালের চিকিৎসক ডা. নিশাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে খুলনার সরকারি-বেসরকারি হাসপাতাল ক্লিনিকে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। এরমধ্যে বুধবার রাতে অভিযুক্ত এএসআই নাঈমুজ্জামান শেখকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। তবে বৃৃহস্পতিবার বিএমএ’র জরুরি সভায় অভিযুক্তকে গ্রেফতার করা না পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে বলে ঘোষণা দেয়া হয়।