অবশেষে হাইস্কুল ভর্তিতে দুর্নীতির মোক্ষম অস্ত্র গণভবন কোটা, ভাই-বোনের কোটা ও কলোনী কোটা বাতিল। যুগ যুগ ধরে রাজধানীর নামীদামী এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই কোটা চলে আসছিলো। কিন্তু অন্তর্বর্তী সরকার আসন্ন ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিতে এই কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। সারাদেশের অপরাপর সব স্কুলের মতোই প্রকাশ্য লটারিতে ভর্তিচ্ছুদের নির্বাচিত করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা গতকাল মঙ্গলবার দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, যুগ যুগ ধরে গণভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে কোটা, ভিকারুননিসা নূন স্কুলে চলে আসছে বোনের কোটা। মতিঝিল আইডিয়াল স্কুল সংলগ্ন কলোনি ও ভাইবোন কোটায় ভর্তির নামে অনিয়মও চলে আসছে।
আইডিয়ালের কলোনি কোটাতেই ভর্তি করা হয় সবচেয়ে বেশি শিক্ষার্থী। স্কুলের মতিঝিল শাখায় প্রভাতি ও দিবা শিফটে প্রথম এবং দ্বিতীয় শ্রেণিতে আসন বরাদ্দ রাখা হয় এ কোটায়। অভিভাবকরা বলছেন, ইচ্ছামতো ছাত্র ভর্তি করতেই স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় রাজনৈতিক নেতারা এ কোটা চালু রেখেছেন।
মতিঝিলে সরকারি কলোনিতে বসবাসরতরা তাঁদের সন্তানদের জন্য এ কোটায় আবেদন করতে পারেন। প্রতিবছর কলোনি কোটায় শিক্ষার্থী ভর্তিকে কেন্দ্র করে বড় ধরনের বাণিজ্য হয়। এবারও ভর্তির মৌসুম ঘনিয়ে আসায় যথারীতি জমে উঠছে বাণিজ্য।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, এসব কোটায় ভর্তিতে অনিয়মের অভিযোগ পুরনো। এগুলো চলতে দেওয়া যাবে না। অন্যান্য স্কুলের মতোই এগুলোতেও শুধু লটারির মাধ্যমেই ভর্তিচছু নির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তের কথা শিক্ষা অধিদপ্তর ও টেলিটককে জানানো হয়েছে।
সরকারি-বেসরকারি স্কুলে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির আবেদন শুরু হয়েছে গতকাল মঙ্গলবার থেকে। বেলা ১১টা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন শুরু করেছেন। এ প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আবেদন শেষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই ও ভর্তি করানো হবে।
সর্বোচ্চ পাঁচটি স্কুল পছন্দক্রম দেয়া যাবে: অনলাইন আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থী পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়ের নাম দিতে পারবেন। তবে ডাবল শিফট স্কুলে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম (দুটি বিদ্যালয় পছন্দক্রম) সম্পাদন হয়েছে বলে বিবেচিত হবেন। অন্যদিকে সরকারি-বেসরকারি কোনো স্কুলেই একটি শ্রেণির কোনো শাখাতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না।
বিদ্যমান অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনার লক্ষ্যে ভর্তির জন্য শিক্ষার্থীর পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে যেকোনো একটি শিক্ষাপ্রতিষ্ঠান চূড়ান্ত করে নিশ্চিত করতে হবে। বিষয়টি সফটওয়ারে অন্তর্ভুক্ত থাকবে।
ক্যাচমেন্ট এরিয়া: ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা প্রতিষ্ঠানসংলগ্ন সর্বোচ্চ তিনটি থানাকে ‘ক্যাচমেন্ট এরিয়া’ হিসেবে নির্ধারণ করতে পারবেন। ক্যাচমেন্ট এরিয়া থেকে শূন্য আসনের ৪০ শতাংশ শিক্ষার্থী নেওয়া হবে। ক্যাচমেন্ট এরিয়ার এ কোটা সুবিধা পেতে অনলাইনে আবেদনের সময় শিক্ষার্থীদের অবশ্যই ক্যাচমেন্ট এরিয়া নির্বাচন করতে হবে।
ডিজিটাল লটারি ও ফল প্রকাশ: আবেদন প্রক্রিয়া শেষে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে। এরপর লটারির ফল প্রকাশ করা হবে। মাউশি অধিদপ্তরের সভার সিদ্ধান্ত অনুযায়ী—আনুষ্ঠানিকভাবে লটারির সম্ভাব্য দিন ঠিক করা হয়েছে ১০ ডিসেম্বর। এরপর ১২ ডিসেম্বর লটারির কার্যক্রম শেষে ফল প্রকাশ করা হতে পারে। তবে বিশেষ কারণে এ তারিখে পরিবর্তন আসতে পারে।
মেধা-অপেক্ষমাণ তালিকা প্রকাশ ও চূড়ান্ত ভর্তি: ডিজিটাল লটারির ফল প্রকাশের পর ১৭ ডিসেম্বর শুরু হবে চূড়ান্ত ভর্তি কার্যক্রম, যা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। আর প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শুরু হবে ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় অপেক্ষমাণ তালিকার ভর্তি চলবে ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
৬৮ শতাংশ কোটা, বাদ মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা: সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে ৬৮ শতাংশই কোটা। এরমধ্যে সবচেয়ে বেশি ৪০ শতাংশই ক্যাচমেন্ট এরিয়া কোটা। তাছাড়া বীর ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্ত দপ্তর-সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ১০ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা ২ শতাংশ।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।