দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয় গবেষণার জন্য প্রাপ্ত অর্থ পুরোপুরি কাজে লাগাতে পারেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি।
রোববার দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, 'প্রতি বছরই সরকার গবেষণার জন্য বরাদ্দ বাড়াচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো তা কাজে লাগাতে পারছে না। এ বছরও গবেষণায় বরাদ্দ বাড়ানো হয়েছে এবং আশা করা হচ্ছে তা পুরোপুরি কাজে লাগবে।'
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে 'মাতৃভাষা পিডিয়ার ভুক্তি লিখন বিষয়ক কর্মশালা'য় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।