বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবার হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতাল নেওয়া হয়েছে।
৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দুর্নীতির দুই মামলা থেকে খালাস পান খালেদা জিয়া। এরপর গত ২১ আগস্ট মুক্তভাবে হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন তিনি।
সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে দীর্ঘদিন ভুগছেন।