গরমের কারণে এ মুহূর্তে হাইস্কুল ও কলেজ বন্ধের কোনো পরিকল্পনা নেই। রোববার সন্ধ্যায় দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা এতো ছোট নয়। প্রাথমিকের বাচ্চারা ছোট, তাদের অসুবিধা বেশি হয়। আর আমাদের নতুন কারিকুলাম বাস্তবায়ন চলছে। অনেক কাজ বাকি। তাই এখনই গরমের কারণে হাই স্কুল-কলেজ বন্ধের কোনো সিদ্ধান্ত নেই।
তিনি আরো বলেন, পরিস্থিতির অবনতি হলে এ বিষয়ে চিন্তাভাবনা করা যেতে পারে।
এদিকে, দেশব্যাপী চলমান তীব্র তাপদাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম আগামীকাল সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রচণ্ড গরমে পুড়ছে দেশ। বৃষ্টির কোনো লক্ষণ নেই। মে মাসের শেষ দিক থেকে শুরু হয়েছে এ গরম। এখনো চলছে। দেশের ওপর দিয়ে এখন মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ চলছে। এটি আগামী পাঁচ থেকে ছয় দিন অব্যাহত থাকতে পারে বলে রোববার আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।