কুমিল্লায় একটি স্কুলের অন্তত ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আজ বুধবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অসুস্থ হওয়া শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গতকাল মঙ্গলবার একই স্কুলের হাবিবা নামের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে মারা যায়। তবে তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, বুধবার ওই শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা ছিল। এ সময় বিভিন্ন কক্ষের শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীদের সহযোগিতায় তাদের দ্রুত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
মহিনুল ইসলাম জানান, অসুস্থ হওয়া শিক্ষার্থীদের মধ্যে ২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, একজন শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে পড়লে অন্যরাও ভয় ও আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে বেশিরভাগই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।