দৈনিক শিক্ষাডটকম, নাটোর: নাটোরে প্রচণ্ড গরমে ক্লাস চলাকালে মোছা. ইতি খাতুন (১৪) নামে অষ্টম শ্রেণির শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে ঐ ছাত্রীকে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে নাটোর সদর উপজেলা দিঘাপতিয়া ইউনিয়নের নওপাড়া ওসমান গনি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ মোছা. ইতি খাতুন (১৪) নাটোর সদর উপজেলার গোয়ালদিঘি এলাকার মো. ইয়াকুব আলীর মেয়ে।
বিদ্যালয়ের সহকারী ইংরেজি শিক্ষক গোলাম আযম জুয়েল জানান, আমাদের নতুন ভবনের কাজ চলার কারণে ক্লাস স্বল্পতার জন্য টিনশেডে ক্লাস চলছিল। সকাল থেকে প্রচণ্ড গরম পড়ছিল। মাঝেমধ্যে বিদ্যুতের সমস্যাও দেখা দেয়। এতে অনেক শিক্ষার্থী অসুস্থবোধ করেছে। এ সময় ইতি নামে এ ছাত্রী অসুস্থবোধ করলে তার সহপাঠীরা আমাদের জানান। পরে তাৎক্ষণিক তাকে লাইব্রেরিতে নিয়ে গিয়ে মাথায় পানিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তার শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দিলে আমরা ছাত্রীর পরিবার ও ফায়ার সার্ভিসকে খবর দেই। পরে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
নাটোর আধুনিক সদর হাসপাতালের আরএমও ডা. মো. কামাল উদ্দিন ভূঁইয়া জানান, গরম ও দুশ্চিন্তার কারণে সে অসুস্থ হয়ে হাসপাতালে এসেছে। তাকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। তেমন বড় ধরনের কোনো সমস্যা নেই। বিশ্রাম নিলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে।