গরু পাচার মামলা : তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত গ্রেফতার

দৈনিকশিক্ষা ডেস্ক |

গরু পাচার মামলায় তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) গ্রেফতার করেছে। টানা ১০ বার তলব করার পরও হাজির না হওয়ায় বৃহস্পতিবার দুপুরে বোলপুরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বেআইনিভাবে সীমান্ত দিয়ে গরু পাচার করার অভিযোগে অনুব্রতকে আসানসোলের আদালতে তোলার সময় আদালত চত্বরে দফায় দফায় বিক্ষোভ হয়েছে। তাকে নিয়ে যাওয়ার পথে ‘চোর’, ‘গরু চোর’ স্লোগান তোলেন বিজেপির সমর্থক বিক্ষোভকারীরা।

গরুপাচার কাণ্ডে বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত গ্রেফতার হতেই পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেস প্রতিক্রিয়া জানিয়েছে। তৃণমূলের মুখপাত্র ও পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, দল দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। কোনো অনৈতিকতাকে প্রশ্রয় দেওয়া হবে না। মানুষকে ঠকালে তৃণমূল কোনোভাবেই কাউকে সমর্থন করবে না।

সূত্র জানায়, মঙ্গলবার রাতেই অনুব্রতকে মানসিকভাবে ভেঙে পড়তে দেখা গেছে। শারীরিক অসুস্থতার কথা জানিয়ে আগের দিন তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে চেয়েছিলেন। কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসকরা জানান- হাসপাতালে তার ভর্তি হওয়ার দরকার নেই-বাড়িতে থেকেও চিকিৎসা করা যাবে।

এছাড়া পরদিন সরকারি চিকিৎসককে বাড়ি ডেকে নিজের ‘পছন্দ’ অনুসারে প্রেসক্রিপশন করে দিতে বলেন। কিন্তু বৃহস্পতিবার ভোরে ১০০ জনের কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিবিআই বাড়ি ঘেরাও করে তাকে তুলে নিয়ে যায়। আদালতে হাজির করে তাকে ১০ দিনের হেফাজতে নিয়েছে সিবিআই।

গরু পাচার মামলায় ২০২১ সালের ২৫ এপ্রিল থেকে অনুব্রতকে মোট ১০ বার ডেকে পাঠায় সিবিআই। কিন্তু তিনি সাড়া দিয়েছেন মাত্র একবার। বাকি নয় বারের অধিকাংশ ক্ষেত্রেই তিনি শারীরিক অসুস্থতা দেখিয়ে গরহাজির থেকেছেন।


পাঠকের মন্তব্য দেখুন
সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান - dainik shiksha সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! - dainik shiksha শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু লিখিততে প্রক্সি দিয়ে পার, মৌখিক পরীক্ষায় এসে ধরা - dainik shiksha লিখিততে প্রক্সি দিয়ে পার, মৌখিক পরীক্ষায় এসে ধরা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষক কেনো বদলি চান - dainik shiksha শিক্ষক কেনো বদলি চান ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে - dainik shiksha ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে please click here to view dainikshiksha website Execution time: 0.0036191940307617