গাজীপুরের শ্রীপুরে গর্তের পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাসান (১২) মুলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। জাহিদ ময়মনসিংহ জেলার পাগলা থানার পাইথল গ্রামের তাজউদ্দিনের ছেলে। তার বাবা টেপিরবাড়ী এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালান।
নিহতের স্বজনেরা জানান, দুপুরে জাহিদ ও তার দুই বন্ধু একটি বিশাল গর্তে গোসল করতে যায়। এ সময় জাহিদ পানির গভীরে তলিয়ে যায়। দীর্ঘ সময়েও তাকে পানি থেকে উঠতে না দেখে তার বন্ধুরা বাড়িতে এসে খবর দেয়। পরে স্থানীয়রা মাছ ধরার জাল ফেলে তাকে পানি থেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, স্থানীয় মাইজুল বেপারী বনবিভাগের প্রায় ১ একর জমি দখলে নিয়ে রাতে আঁধারে মাটি কেটে বিক্রি করে প্রায় ৪০ ফুট গভীর পুকুর তৈরি করেছে। এর আগেও আরও তিনজন এ পুকুরের পানিতে ডুবে মারা গেছেন। আশপাশের মানুষজন বাধা দিয়েও পুকুর কাটা বন্ধ করাতে পারেনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, এ বিষয়ে আমাদের কেউ অবহিত করেনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।