ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার পর থেকেই গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েল। চলমান সংঘাতের মধ্যেই গাজা সীমান্তে তিন লাখের মত সৈন্য জড়ো করেছিলো দেশটির প্রতিরক্ষা বাহিনী।
যুদ্ধের অষ্টম দিনের শুরুতে গাজায় প্রথম দফায় স্থল অভিযান চালিয়েছে ইসরায়েল। যদিও এই অভিযানকে ‘স্থানীয় অভিযান’ বলে অবিহিত করছে দেশটির সশস্ত্রবাহিনী। খবর আল জাজিরা।
ইসরায়েলি সশস্ত্রবাহিনী যদিও বলছে যে তাদের পদাতিক ও সাঁজোয়াবাহিনীর সদস্যরা এসব অঞ্চলগুলোতে অভিযান চালিয়েছে মূলত লুকিয়ে থাকা হামাস সদস্য ও তাদের অবকাঠামো শনাক্ত করার জন্য।
এদিকে শনিবার জেরুজালেমের পাশে কালান্দিয়া শরণার্থী শিবিরেও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে প্রাথমিকভাবে এ অভিযানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কিন্তু ইসরায়েলি বাহিনীর এই অভিযান ও অভিযানকে ঘিরে গাজা থেকে ফিলিস্তিনিদের পালানোর সময় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ৩২৪জন ফিলিস্তিন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া এ সময় আহত হয়েছে প্রায় এক হাজার ফিলিস্তিনি।
নিহতদের মধ্যে ৬৬ শতাংশই শিশু ও নারী বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর আগে শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী ওয়াদি গাজার উত্তরে বসবাসকারী প্রত্যেককে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ গাজায় চলে যাওয়ার নির্দেশ দেয়।