দৈনিকশিক্ষা ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় শুক্রবার থেকে শুরু হওয়া চার দিনের যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়বে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ আশাবাদ প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার প্রথম দফায় জিম্মিদের মুক্তি দেওয়ার মধ্য দিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির ‘মাত্র সূচনা’ হয়েছে বলে জানান বাইডেন। খবর আল জাজিরা।
ম্যাসাচুসেটসের ন্যানটাকেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ফিলিস্তিন ভূখণ্ডে সংঘাত ও যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন।
এছাড়া এ যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বাস্তবসম্মত সুযোগ আছে বলেও মনে করেন মার্কিন প্রেসিডেন্ট।
বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতার ফলে গাজা উপত্যকায় চার দিনের যুদ্ধবিরতির চুক্তি হয়েছে এবং আজ সকাল থেকে তা কার্যকর হয়েছে । আমি সকাল বেলাতেই ওই অঞ্চলের অনেক নেতার সঙ্গে টেলিফোনে কথা বলে এ সম্পর্কে নিশ্চিত হয়েছি এবং আশা করছি, এই বিরতির মেয়াদ আরও বাড়বে।’
এছাড়া প্রথম যুদ্ধবিরতির ঘোষণার পর থেকে এই চুক্তির মেয়াদ আরও বাড়ানো যায় কিনা তা নিয়ে অনেক আলোচনা চলছে বলেও জানান তিনি।
তবে যুদ্ধবিরতির মেয়াদ আর কতদিন বাড়তে পারে সে সম্পর্কে কোন নিশ্চিত তথ্য না দিলেও খুব দ্রুত গাজায় যাবতীয় সংঘাতের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গাজায় শুক্রবার স্থানীয় সময় ৭টা (বাংলাদেশ সময় বেলা ১১টা) থেকে শুরু হয়েছে যুদ্ধবিরতি। বিরতির প্রথম দিন ২৪ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস; আর ইসরায়েলের কারাগার থেকে ৩৯ জন ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি পেয়েছে।