২০২১ খ্রিষ্টাব্দ থেকে ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয় একত্রিত হয়ে একটি টেকনিক্যেল কমিটি গঠনের মধ্য দিয়ে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু করে। তার মধ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও অন্তর্ভুক্ত। একজন শিক্ষার্থী পরপর দুইবার বিশ্ববিদ্যালয় ভর্তিতে আবেদন করার সুযোগ আছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে।
চলতি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এসব গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ষষ্ঠ বিশেষ মেরিট দেয়ার পরেও প্রায় তিনশ আসন শূন্য আছে। আসন শূন্য থাকা সাপেক্ষেও টেকনিক্যাল কমিটি ভর্তি প্রক্রিয়া সমাপ্ত ঘোষণা করেন। কিন্তু গত শিক্ষবর্ষে অষ্টম মেধা তালিকা প্রকাশের পর গণবিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শেষ করা হয়েছিলো। কিন্তু চলতি শিক্ষাবর্ষে সেই সুযোগ আর দেয়া হয়নি। এতে গুচ্ছে পাস করা অনেক শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে যেসব শিক্ষার্থী সেকেন্ড টাইমার তারা শিক্ষা জীবনে আর কোনোদিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করার বা ভর্তি হওয়ার সুযোগ পাবেন না।
এ অবস্থায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর শতভাগ আসন পূরণ করা হলেও এ শিক্ষার্থীরা যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। যা তাদের জীবন বদলে দিতে পারে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
লেখক : মো. আজিজার রহমান, অভিভাবক
[মতামতের জন্য সম্পাদক দায়ী নন]