সম্প্রতি ঢাকায় শান্তি সমাবেশ থেকে ফেরার পথে দু’পক্ষের সংঘর্ষে নিহত কওমি মাদরাসা ছাত্র হাফেজ রেজাউল করীমের পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে গিয়েছে ইসলামী ঐক্যজোটের প্রতিনিধি দল। সোমবার (৩১ জুলাই) শেরপুরের নকলার পশ্চিম নারায়ণখোলা গ্রামে যান ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সচিব মাওলানা খোরশেদ আলম ও ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মু. আবুল হাসিম শাহী।
ঐক্যজোটের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সচিব মাওলানা খোরশেদ আলম বলেন, ‘ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহর নির্দেশে রেজাউল করীমের পরিবারকে সমবেদনা জানাতে গিয়েছি। সকালে রেজাউল করীমের বাড়িতে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, তার পিতা কৃষক আব্দুস সাত্তার ও ভাই নূর মোহাম্মদ কান্নায় ভেঙে পড়েন। এলাকার মেম্বারসহ অনেক গণ্যমান্য ব্যক্তিরা জড়ো হন। সবাইকে নিয়ে আমরা শহীদ রেজাউল করীমের কবর জিয়ারত করেছি। দলের পক্ষ থেকে আর্থিক হাদিয়া তুলে দিয়েছি।’
ভবিষ্যতেও তার পরিবারের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন মাওলানা খোরশেদ আলম।
রেজাউল করীম হত্যার দৃষ্টান্তমূলক বিচার ও তার পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি জানান ছাত্র খেলাফতের কেন্দ্রীয় সভাপতি মু. আবুল হাসিম। তিনি বলেন, ‘ভবিষ্যতে আর কাউকে যেন রাজনীতির বলি না হতে হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
প্রতিনিধি দলে আরও ছিলেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মাওলানা নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মাওলানা ইলিয়াস হোসাইন, মাওলানা আব্দুল্লাহ আল হোসাইন রাতুল, ছাত্রনেতা এনায়েত ঢালী, শেরপুর জেলা সভাপতি সোহাগ মুহাম্মদ মর্তুজা প্রমুখ।