গ্যালাকটিক সংঘর্ষে হতে পারে মনস্টার গ্যালাক্সি

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

বিজ্ঞানীরা এমন দুটি ছায়াপথকে চিহ্নিত করেছেন যা একত্র হওয়ার পথে রয়েছে। এটি এমন একটি ঘটনা, যা এক হাজার দুইশো আশি কোটি বছর আগে ঘটেছিলো বলে দাবি তাদের। হাজার কোটি বছরেরও আগে ঘটা গ্যালাকটিক সংঘর্ষের ফলে তৈরি হতে পারে ‘মনস্টার গ্যালাক্সি বা দানব ছায়াপথ’ । সাম্প্রতিক এক গবেষণায় এরকমই দাবি করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

এই একত্রীকরণ তৈরি করতে পারে ‘মনস্টার গ্যালাক্সি’। এগুলো মহাবিশ্বের অন্যতম উজ্জ্বল বস্তু বলে চিহ্নিত। বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজের প্রতিবেদন অনুযায়ী, আদি মহাবিশ্বে ছায়াপথ ও ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের বিকাশ কীভাবে হয়েছিলো তা বোঝার জন্য এ গবেষণাটি গুরুত্বপূর্ণ। এই বিশাল মহাজাগতিক কাঠামো কীভাবে তৈরি হয় সে সম্পর্কে নজর দেয়া হয়েছে ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল’জার্নালে প্রকাশিত এ গবেষণায়।

মহাবিশ্বের অন্যতম উজ্জ্বল বস্তুগুলোর মধ্যে একটি কোয়াসার, যেটি তৈরি হয় ছায়াপথের কেন্দ্রে একটি সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের পতনের মধ্যদিয়ে। বিজ্ঞানীদের বক্তব্য, গ্যাসে ভরা দুটি ছায়াপথ একত্র হলে এদের মহাকর্ষীয় শক্তির কারণে এক বা উভয় ছায়াপথের গ্যাস প্রবাহিত হয় সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের দিকে। আর এই গ্যাস প্রবাহ কোয়াসারের কার্যকলাপে প্রভাব ফেলে, যা ছায়াপথকে উজ্জ্বলভাবে আলোকিত করে। এই তত্ত্বটি অনুসন্ধানের জন্য গবেষক তাকুমা ইজুমি’র নেতৃত্বে আন্তর্জাতিক গবেষকদের একটি দল ‘আলমা বা আটাকামা লার্জ মিলিমিটার/সাবমিলিমিটার অ্যারে নামে একটি শক্তিশালী রেডিও টেলিস্কোপ ব্যবহার করে নিকটবর্তী বিভিন্ন কোয়াসারের প্রাচীনতম পরিচিত জোড়া গবেষণা করেন। কোয়াসার দুটি আবিষ্কার করেছেন জাপানের ‘এহিমে ইউনিভার্সিটি’র অধ্যাপক ইয়োশিকি মাতসুওকা। তিনি এতে ‘সুবারু টেলিস্কোপের ছবি ব্যবহার করেছেন। মহাবিশ্বের বয়স যখন মাত্র ৯০ কোটি বছর, তখনও ভার্গো ছায়াপথের দিকে অবস্থিত এই কোয়াসার জোড়ার অস্তিত্ব ছিলো। এরা এখনও বেশ অনুজ্জ্বল, যার মানে এরা কোয়াসার হওয়ার প্রাথমিক পর্যায়ে আছে।

আলমার বিভিন্ন পর্যবেক্ষণ এইসব কোয়াসারকে ধারণ করা বিভিন্ন ছায়াপথ পরিমাপ করেছে। যেখান থেকে ধারণা করা হচ্ছে, দুটি ছায়াপথ গ্যাস ও ধূলিকণার একটি সেতুর মাধ্যমে যুক্ত অর্থাৎ এরা একত্র হচ্ছে। আলমার তথ্যে আরো দেখা মিলেছে, এসব ছায়াপথে অনেক গ্যাস রয়েছে, যা নতুন তারা গঠনের জন্য প্রয়োজনীয়। এ থেকে ইঙ্গিত মেলে, বিভিন্ন ছায়াপথ একত্র হওয়ার সঙ্গে সঙ্গে এরা কেবল ঘন কোয়াসার কার্যকলাপকেই প্রভাবিত করে না, বরং তারা গঠনের ক্ষেত্রে দ্রুত বিস্ফোরণও ঘটাবে, যা ‘স্টারবার্স্ট’ নামে পরিচিত।

স্টারবার্স্ট ও কোয়াসার কার্যকলাপের এই সংযোগটি প্রাথমিক মহাবিশ্বে অত্যন্ত উজ্জ্বল এক বস্তু তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে, যা ‘মনস্টার গ্যালাক্সি বা দানব ছায়াপথ’ নামে পরিচিতি পাবে।

 


পাঠকের মন্তব্য দেখুন
মাদরাসা শিক্ষকরাও অষ্টম গ্রেড পাবেন - dainik shiksha মাদরাসা শিক্ষকরাও অষ্টম গ্রেড পাবেন নেড়ি কুকুরের ভাষণে শিক্ষা অধিদপ্তরের ডিজি নিয়োগ বিত্তান্ত - dainik shiksha নেড়ি কুকুরের ভাষণে শিক্ষা অধিদপ্তরের ডিজি নিয়োগ বিত্তান্ত বাংলাদেশের পাঠ্যবই ভারতে ছাপাতেই হবে কেনো? - dainik shiksha বাংলাদেশের পাঠ্যবই ভারতে ছাপাতেই হবে কেনো? অধ্যক্ষ জুবাইদা রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হচ্ছেন! - dainik shiksha অধ্যক্ষ জুবাইদা রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হচ্ছেন! ম্যাজিস্ট্রেসি পাওয়ার : সেনাবাহিনী যা যা করতে পারবে - dainik shiksha ম্যাজিস্ট্রেসি পাওয়ার : সেনাবাহিনী যা যা করতে পারবে তিন ক্যাটাগরির গুণী শিক্ষক বাছাইয়ে নাম পাঠানোর আহ্বান - dainik shiksha তিন ক্যাটাগরির গুণী শিক্ষক বাছাইয়ে নাম পাঠানোর আহ্বান মাদকের গডফাদারদের ধরার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার - dainik shiksha মাদকের গডফাদারদের ধরার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার শিক্ষা প্রশাসনে বদলি আতঙ্কে নাহিদ-দীপু সিন্ডিকেটের ৯২ কর্মকর্তা - dainik shiksha শিক্ষা প্রশাসনে বদলি আতঙ্কে নাহিদ-দীপু সিন্ডিকেটের ৯২ কর্মকর্তা দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0024418830871582