গ্রন্থাগার শিক্ষক-প্রভাষক নিয়োগের দায়িত্ব কার?

নিজস্ব প্রতিবেদক |

দীর্ঘ অপেক্ষার পর শিক্ষক মর্যাদা পেয়েছেন স্কুল ও কলেজে কর্মরত গ্রন্থাগারিক এবং সহকারী গ্রন্থাগারিক ও ক্যটালগাররা। কিছুদিন আগে জারি করা বেসরকারি স্কুল ও কলেজের এমপিও নীতিমালা ও জনবলা কাঠামোতে গ্রন্থাগারিকদের পদের নতুন নাম ‘গ্রন্থাগার প্রভাষক’ এবং সহকারী গ্রন্থাগারিক কাম ক্যটালগারদের পদের নতুন নাম 'সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)' করা হয়েছে। তবে, এতে নতুন প্রশ্ন সামনে এসেছে। এ পদগুলোতে নিয়োগ কি আগের মত হবে নাকি কমিটির মাধ্যমে নিয়োগ হবে নাকি এন্ট্রি লেভেলের অন্যান্য শিক্ষক পদের মতে পদগুলোতে এনটিআরসিএ নিয়োগ দেবে?-সে প্রশ্ন সারাদেশের শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান এবং এসব পদে নিয়োগ প্রত্যাশীদের।

যদিও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন শিগগিরই এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেয়া হবে।

পঞ্চগড় থেকে শিক্ষক সাখাওয়াত প্রধান ডলার দৈনিক শিক্ষা ডটকমকে জানান, সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) পদটি জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ( স্কুল-কলেজ) ২০২১ এ শিক্ষক প্যাটার্নভুক্ত হয়েছে। এন্ট্রি লেভেলের প্যাটার্নভুক্ত শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর। নীতিমালার ৭.১ ধারায় উল্লেখ আছে প্যাটার্নভুক্ত শূন্য পদের শিক্ষক-প্রদর্শক নিয়োগের তালিকা এনটিআরসিএতে পাঠাবেন । কিন্তু সারাদেশের কিছু অসৎ প্রতিষ্ঠান প্রধান মোটা অংকের টাকার বিনিময়ে এই পদটিতে নিয়োগের পায়তারায় মেতে উঠেছেন। অনেকে আবার পূর্বের তারিখে নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন। 

তিনি আরও বলেন, কলেজের সংশ্লিষ্ট বিষয়ের প্রভাষক নিয়োগে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়টি আগে থেকেই এনটিআরসিএর নিবন্ধন পরীক্ষার অন্তর্ভুক্ত ছিল। কিন্তু স্কুলে সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) পদটি নতুন প্যাটার্নভুক্ত হওয়ায় দ্রুত এনটিআরসিএর অধীনে নেয়া উচিৎ।

এনটিআরসিএর অধীনে পদটির নিয়োগ নিলে স্কুল বা কলেজ কমিটিকে আর মোটা অংকের টাকা দিতে হবেনা। তাছাড়া নিবন্ধন পরীক্ষার আওতায় আসলে সহকারী  শিক্ষক( গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) পদটির মান বাড়বে এবং মেধাবীরা এই পেশার প্রতি আগ্রহী হবে।

দৈনিক শিক্ষা ডটকমের পক্ষ থেকে এ বিষয়ে জানতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, 'গ্রন্থাগারিক এবং সহকারী গ্রন্থাগারিক ও ক্যটালগাররা শিক্ষক মর্যাদার দাবি জানিয়েছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশে তারা শিক্ষক মর্যাদা পান কিন্তু বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তাদের কর্মচারী হিসেবে বিবেচনা করা হতো। নতুন নীতিমালায় সে সমস্যা দূর করা হয়েছে। তাদের শিক্ষক মর্যাদা দেয়া হয়েছে।' 

তিনি দৈনিক শিক্ষাডটকমকে আরও বলেন, 'এ পদগুলোতে নিয়োগ কি পদ্ধতিতে হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আদেশ জারি করে সকলকে জানানো হবে। লকডাউনের পরই আমরা বিষয়টি নিয়ে বসবো।' 

তিনি আরও বলেন, ' যদি এনটিআরসিএর মাধ্যমে এ পদে নিয়োগ দিতে হয়, সেক্ষেত্রে তাদের নিয়োগ পদ্ধতি পরীক্ষা পদ্ধতি এবং সক্ষমতা ইত্যাদি যাচাই করে সিদ্ধান্ত নেয়া হবে। সার্বিক বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব।'

তিনি আর বলেন, এমপিও নীতিমালাতেও বলা হয়েছে, কোন ধারার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা লাগলে তা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জারি করতে পারবে আমরা শিগগিরই এ বিষয়ে নির্দেশনা দিয়ে দেব।

২০১৩ খ্রিষ্টাব্দের ৫ মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সহকারী গ্রন্থাগারিকদের কর্মচারী অর্থাৎ নন-টিচিং স্টাফ থেকে বাদ দেয় সরকার। কিন্তু তাদের অবস্থান কোন ক্যাটাগরিতে হবে তা উল্লেখ করা হয়নি। ফলে প্রতিদিনই তাঁরা নানাভাবে লাঞ্ছনা ও বঞ্চনার শিকার হচ্ছেন। 

মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিকরা বিভিন্নভাবে অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছিলেন। তারা জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডে বেতন-ভাতা পাওয়ার পরেও স্কুলে নানাভাবে অবহেলিত ছিলেন। সহকারী গ্রন্থাগারিকরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় লাইব্রেরি ক্লাস নেন। পাশাপাশি প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক শ্রেণিকক্ষেও পাঠদান করান।

এদিকে শিক্ষক মর্যাদা পওয়ায় সন্তুষ্ট সারাদেশে কর্মরত গ্রন্থাগারিক এবং সহকারী গ্রন্থাগারিক ও ক্যটালগাররা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও শিক্ষাসচিব মো: মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। আরও কৃতজ্ঞতা জানিয়েছেন দৈনিক শিক্ষার প্রতি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
ভুইফোঁড় শিক্ষক সমিতি নেতাদের এমপিও বাতিল হতে পারে - dainik shiksha ভুইফোঁড় শিক্ষক সমিতি নেতাদের এমপিও বাতিল হতে পারে শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ - dainik shiksha শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ ঢাকা শিক্ষা বোর্ডের জাপান টিকিট ৩০ লাখ! - dainik shiksha ঢাকা শিক্ষা বোর্ডের জাপান টিকিট ৩০ লাখ! যৌন হয়রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি - dainik shiksha যৌন হয়রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি জাল সনদধারী শিক্ষকের এমপিও বাতিল - dainik shiksha জাল সনদধারী শিক্ষকের এমপিও বাতিল অভিযুক্ত শিক্ষা সাংবাদিকদের পক্ষে জোর তদবির - dainik shiksha অভিযুক্ত শিক্ষা সাংবাদিকদের পক্ষে জোর তদবির কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে যৌ*ন হয়*রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি - dainik shiksha যৌ*ন হয়*রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি - dainik shiksha ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0024349689483643