দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: অনেক সময় দেখা যায়, বৃষ্টির পর ঘরের মধ্যে কেমন একটা স্যাঁতসেঁতে গন্ধ। দরজা-জানালা বন্ধ থাকায় এ ধরনের সমস্যা দেখা দেয়। রুমে স্প্রে ব্যবহার করার পরও অনেকসময় সেই গন্ধ দূর করা যায় না। সেক্ষেত্রে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন।
কীভাবে দূর করবেন দুর্গন্ধ
১. স্য়াঁতসেঁতে গন্ধ দূর করতে ঘরের একটি উঁচু জায়গায় বাটিতে কিছুটা ভিনেগার ঢেলে রেখে দিন। ভিনেগার ঘরের গন্ধ শুষে নেবে। ঘরে একটা সতেজ ভাব আসবে।
২. বাজারে আজকাল অনেক ধরনের সুগন্ধি মোমবাতি কিনতে পাওয়া যায়। সেই মোমবাতি জ্বালিয়ে রাখলে ঘর থেকে গন্ধ দূর হবে।
৪. বৃষ্টির সময়ে জানালা বন্ধ রাখলেও বৃষ্টি থামলে খুলে দিন। ঘরে মুক্ত হাওয়া ঢুকলে ঘরের ভ্যাপসা ভাবটা অনেকটা কেটে যাবে।
৫. জানলা-দরজার পর্দা থেকেও গন্ধ ছড়াতে পারে। বর্ষায় সপ্তাহে এক বার করে পর্দা কেচে নিন। প্রয়োজনে পর্দায় রুম স্প্রে ব্যবহার করুন। এতে ঘরে সুন্দর গন্ধ ছড়াবে।
৬. ঘরের এককোণায় এক বাটি পানিতে লেবুর রস মিশিয়ে রাখলে ঘরে সতেজ ভাব আসবে।
৭. ঘর মোছার পানিতে কর্পূর মেশান। সেই পানি দিয়ে ঘর মুছলে ঘরের স্য়াঁতসেঁতে ভাব দূর হবে।