চট্টগ্রামে ধরা পড়ল নতুন উপধরন

চট্টগ্রাম প্রতিনিধি |

দেশজুড়ে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই চট্টগ্রামে প্রথমবারের মতো ওমিক্রনের সাম্প্রতিকতম উপধরন 'বিএ২' (স্টেলথ ওমিক্রন) শনাক্ত হয়েছে। স্থানীয় একদল গবেষক জানান, দু'জন রোগীর শরীরে ধরনটি মিলেছে। চলতি মাসের শুরু থেকে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের টেক্সাস ও হিউস্টন, চীন এবং ওমানে এ ধরনটি পাওয়া গেছে।

'বিএ২' সম্পর্কে গবেষকরা জানান, নতুন এই উপধরনটি খুব বেশি বিপজ্জনক নয়। তবে এটির স্পাইক প্রোটিনে বেশকিছু নতুন পরিবর্তন আছে। ফলে এটি শনাক্তকরণ দুরূহ বলে এর আগে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) গবেষকরা জানিয়েছেন। এ উপধরনটিও অতি সংক্রামক। এই জিনোম সিকোয়েন্সিংয়ের নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক ডা. এইচএম হামিদুল্লাহ মেহেদী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক ড. আদনান মান্নান।

ড. আদনান মান্নান বলেন, 'ওমিক্রনের খুঁটিনাটিসহ যাবতীয় বিষয় খুঁজে বের করতে আরও বেশি জিনোম সিকোয়েন্স করার প্রয়োজনীয়তা রয়েছে। যত বেশি জিনোম সিকোয়েন্স করা যাবে, তত বেশি নতুন ধরনটি সম্পর্কে নতুন নতুন তথ্য উদ্ঘাটন করা সম্ভব হবে। এটা থেকে আগামীতে এই ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ার পাশাপাশি আক্রান্ত রোগীদের সঠিকভাবে চিকিৎসা দেওয়া সহজ হবে।'

এদিকে চট্টগ্রামের দুই হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীদের ৭৫ ভাগই নতুন ধরন 'ওমিক্রনে' আক্রান্ত হওয়ার তথ্যপ্রমাণ পেয়েছেন এই গবেষকরা। ওমিক্রন ধরনে আক্রান্ত রোগীদের ৯০ ভাগের মধ্যে গলাব্যথা ও গলার স্বর বিকৃত হয়ে যাওয়ার প্রমাণ পেয়েছেন তারা। ৮৫ ভাগের মধ্যে শরীরের বিভিন্ন অংশে ব্যথা ও মাথাব্যথা এবং ৮০ ভাগের জ্বর পরিলক্ষিত হয়েছে।

চট্টগ্রামের করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতাল ও বিশেষায়িত মা ও শিশু হাসপাতালের করোনা আক্রান্ত রোগীদের ওপর গবেষণাটি পরিচালনা করা হয়। এ দুই হাসপাতালে গত নভেম্বর ও ডিসেম্বর এবং চলতি মাসের প্রথম সপ্তাহের কভিড পজিটিভ রোগীদের জিনোম সিকুয়েন্সিং করে গবেষকরা দেখতে পান, গত বছরের ২৫ ডিসেম্বরের পর থেকে দুই হাসপাতালে আসা কভিড পজিটিভ রোগীদের ৭৫ ভাগই 'ওমিক্রন' ধরনে আক্রান্ত। 

চট্টগ্রামে সার্স কভ-২ এর জিনোম সিকুয়েন্স নিয়ে করা এই গবেষণাটি জিনোম সিকুয়েন্সের আন্তর্জাতিক ডাটাবেজ জার্মানির 'গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটা'তে (জিআইএসএইডি) বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।

গবেষকরা ৩০ জন রোগীর নমুনার জিনোম সিকুয়েন্স করে দেখতে পান, গত বছরের ১ নভেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ওই দুই হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হওয়া রোগীরা সবাই করোনার ডেলটা ধরনে আক্রান্ত ছিলেন। এর মধ্যে নবজাতক থেকে ৮০ বছর বয়স্ক রোগীও ছিল। কিন্তু ২৫ ডিসেম্বরের পর ভর্তি হওয়া রোগীদের ৭৫ ভাগই ওমিক্রন ধরনে আক্রান্ত।


পাঠকের মন্তব্য দেখুন
শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম লামিয়া - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম লামিয়া প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে কাল - dainik shiksha ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে কাল চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0030248165130615