চতুর্থ দিনে বহিষ্কার ১৩০, অনুপস্থিত সাড়ে ৩৫ হাজার

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

এসএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিনে ৩৫ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিন সারাদেশের ১৩০ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। 

এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে রোববার বিকেলে এসব তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

রোববার চতুর্থ দিনে নয়টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের গণিত পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালের ইংরেজি-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল দশটায় শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে পরীক্ষা।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা। চতুর্থ দিনে বুধবার পরীক্ষা ছিলো ১৯ লাখ ৪৩ হাজার ৪৬৩ জনের। এদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১৯ লাখ ৭ হাজার ৫৯৮ জন। অনুপস্থিত ছিলেন ৩৫ হাজার ৮৬৫ জন। ১৮ হাজার ৬০৬ জন এসএসসি পরীক্ষার্থী, ১৩ হাজার ৮৭০ জন দাখিল পরীক্ষার্থী এবং ৩ হাজার ৩৮৯ জন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার্থী চতুর্থ দিনের পরীক্ষা দেননি। 

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনের এসএসসি পরীক্ষায় অংশ নেন ১৫ লাখ ১৯ হাজার ৪৭৪ জন, দাখিল পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৭২ হাজার ৭৩৬ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১৫ হাজার ৩৮৮ জন। 

জানা গেছে, নয়টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ৪ হাজার ৮৫০ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৮২৮ জন, কুমিল্লা বোর্ডের ২ হাজার ৩৪২ জন, যশোর বোর্ডের ২ হাজার ২৯ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৯৫৮ জন, সিলেট বোর্ডের ১ হাজার ১৫০ জন, বরিশাল বোর্ডের ১ হাজার ১৯৩ জন, দিনাজপুর বোর্ডের ২ হাজার ১৪৪ জন এবং ময়মনসিংহ বোর্ডের ১ হাজার ১১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।  

এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে রোববার বহিষ্কৃত হয়েছেন ১৩০ জন। এদের মধ্যে এসএসসি পরীক্ষার বহিষ্কার হয়েছেন ৯৪ জন পরীক্ষার্থী। মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষা বহিষ্কৃত হয়েছেন ২৭ জন। আর এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ৯ জন পরীক্ষার্থী।   

এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ১৭ জন, কুমিল্লা বোর্ডে ১৪ জন, চট্টগ্রাম বোর্ডে ২ জন, সিলেট বোর্ডের ১ জন, বরিশাল বোর্ডে ১৬ জন, দিনাজপুর বোর্ডে ১২ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৩২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। 

আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপর কুমার সরকার জানিয়েছেন, সন্তোষজনকভাবে রোববার সব বোর্ডেই এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

আগামীকাল সোমবার মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের আকাইদ ও ফিকহ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আগামী মঙ্গলবার নয়টি সাধারণ বোর্ডের এসএসসির গণিত পরীক্ষা এবং এসএসসি ও দাখিল ভোকেশনালের গণিত-২ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল    SUBSCRIBE করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
জোর করে প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগ, শিক্ষা মন্ত্রণালয়ের করা হুঁশিয়ারি - dainik shiksha জোর করে প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগ, শিক্ষা মন্ত্রণালয়ের করা হুঁশিয়ারি রাজনীতি করি না, ভবিষ্যতেও করবো না: ঢাবির নতুন ভিসি - dainik shiksha রাজনীতি করি না, ভবিষ্যতেও করবো না: ঢাবির নতুন ভিসি চার তারিখের মধ্যে মাদরাসা শিক্ষকদের এমপিওর আবেদন - dainik shiksha চার তারিখের মধ্যে মাদরাসা শিক্ষকদের এমপিওর আবেদন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ দীপু-টিপু-রতন সিন্ডিকেটের ঘুষের সাম্রাজ্য - dainik shiksha দীপু-টিপু-রতন সিন্ডিকেটের ঘুষের সাম্রাজ্য এনসিটিবির দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি দাবি বৈষম্যবিরোধীদের - dainik shiksha এনসিটিবির দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি দাবি বৈষম্যবিরোধীদের কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0025241374969482