জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এ কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন টিম বিষয়ক এপিএ কমিটি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির আহ্বায়ক ও উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন লিডস (এলইএডিএস) কর্পোরেশন লিমিটেডের ডিজিটাল ইনোভেশন প্রধান মো. শামসুল হক এবং আইসিটি ডিভিশনের এডজ (ইডিজিই) প্রজেক্টের কম্পোনেন্ট লিড ফারুক আহমেদ।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের শিক্ষক, রেজিস্ট্রার, প্রক্টর, পরিচালকসহ অনেকে অংশগ্রহণ করেন।