চবিতে ৪০ শিক্ষার্থীকে হলছাড়া করার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক |

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল আবাসিক হল থেকে হুমকি-ধমকি দিয়ে সাধারণ শিক্ষার্থীদের বের করে দেওয়ার অভিযোগ ওঠেছে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ‘সিক্সটি নাইন গ্রুপের কর্মীদের বিরুদ্ধে।  এদিকে ভুক্তভোগী শিক্ষার্থীরা হল কর্তৃপক্ষকে একাধিকবার জানালে এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।

জানা যায়,  শুক্রবার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত শাহজালাল হলের বিভিন্ন ব্লকে গিয়ে সিক্সটি নাইনের কর্মীরা অন্তত ৪০ জন নিরীহ শিক্ষার্থীকে নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে হল থেকে বের করে দিয়েছে। যাঁদের ছাত্রলীগকর্মীদের সঙ্গে কিছুটা যোগসূত্র আছে এমন দুজনের কক্ষে চারজন দিয়ে অন্য একটি কক্ষ তাঁরা দখল করে নিয়েছেন। এ ছাড়া অল্পসংখ্যক যে সাধারণ শিক্ষার্থীরা আছেন তাঁদেরকেও হল থেকে বের করে দেওয়ার জন্য তৎপর আছে সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা।

নিজ কক্ষ থেকে বিতাড়িত একাধিক শিক্ষার্থী  বলেন, আমাদের অনেকের পরীক্ষা চলছে। এর মধ্যে সিক্সটি নাইনের কর্মীরা গিয়ে কক্ষ ছেড়ে দিতে বলে এবং তাঁদের কঠোর ব্যবহারে নিজ আসন ছেড়ে দিতে বাধ্য হই।

জানতে চাইলে শাহজালাল হলের আবাসিক শিক্ষক মো. আরিফ উদ্দিন খান  বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের বের করে দেওয়ার ব্যাপারে ভিসি ম্যাডাম ও প্রক্টর অফিসকে জানানো হয়েছে। তাঁরা বলেছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এ ছাড়া ছাত্রলীগকে আমরা হল কর্তৃপক্ষ একাধিকবার বোঝানোর চেষ্টা করেছি। তখন তারা বলেছে এমনটি আর করবে না। কিন্তু ঠিকই মধ্যরাতে তাঁরা এসে সাধারণ শিক্ষার্থীদের বের করে দিয়েছে। এ ব্যাপারে আমরা ব্যর্থ।’

তবে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি অভিযোগের ভিত্তিতে বিষয়টি সমাধান করতে পারলে হল থেকে বিতাড়িত শিক্ষার্থীদের হলে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয় প্রক্টর এস এম মনিরুল হাসান  বলেন, ‘শাহজালাল হল থেকে সাধারণ শিক্ষার্থীদের বের করে দেওয়ার বিষয়ে হল প্রভোস্ট ও অন্যান্য মাধ্যমে আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।’

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সমপাদক ইকবাল হোসেন টিপু বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের বের করে দেওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে এ ধরনের ঘটনা ঘটলে আমার কাছে অভিযোগ আসতে হবে। তারপর আমি ব্যবস্থা নেব।’


পাঠকের মন্তব্য দেখুন
ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0054988861083984