ইংরেজি গ্রামারে শিক্ষার্থীদের দক্ষ করতে চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদরাসার ইংরেজি প্রভাষক মো. শামীম সরদার রচিত ‘স্মার্ট ইংলিশ গ্রামার ফর অল’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
গতকাল শনিবার চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদরাসা সংলগ্ন ইদারা ভবনের সামনে ওই মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম. এ) মাদরাসার অধ্যক্ষ মো. নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন মাদরাসাটির সহকারী অধ্যাপক মো. ফজলুর রহমান ও চরফ্যাশন থানার উপপরিদর্শক মো. মাহবুবুর রহমান ও চরফ্যাশন রেসিডেনসিয়াল মডেল মাদরাসার গণিত শিক্ষক মো. ইব্রাহীম খলিল প্রমুখ। এসময় চরফ্যাশনের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসায় কর্মরত শিক্ষক ও এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাউন্সিলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাউন্সিলের প্রশিক্ষক ও এই বইয়ের লেখক মো. শামিম সরদার। তিনি সংক্ষিপ্তভাবে তার বইয়ের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. নুরুল আমিন উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামূলক দিকনির্দেশনা বক্তব্য প্রদান করেন। স্মার্ট ইংলিশ গ্রামার বইয়ের লেখককে ধন্যবাদ জ্ঞাপন করেন।