বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, এ বছর বিশ্বজুড়ে করোনা-সংক্রান্ত জরুরি অবস্থা আর থাকবে না। বিদায় নেবে করোনা মহামারি।
গত সোমবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তেদরোস আধানোম বলেন, করোনা মহামারি গত তিন বছরে মানব সভ্যতাকে বড় তিনটি ‘শিক্ষা’ দিয়েছে। এগুলো হলো- জনস্বাস্থ্যের গুরুত্ব, বিজ্ঞানের প্রয়োজনীয়তা এবং মাস্ক, করোনা টিকা ও লকডাউনকে রাজনীতির আওতায় আনার বিপদ এবং সহযোগিতাপূর্ণ সম্পর্কের গুরুত্ব।
উল্লেখ্য, অনুষ্ঠানে জনস্বাস্থ্য খাতের সম্মানজনক থমাস ফ্রান্সিস জুনিয়র মেডেল ইন গ্লোবাল পাবলিক হেলথ পেয়েছেন তেদরোস আধানোম।
সূত্র : রয়টার্স