চলতি বছরে যবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন: উপাচার্য

যশোর প্রতিনিধি |

ছাত্র সংসদের প্রয়োজনীয়তা তুলে ধরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেছেন, এ বছরই যবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন হবে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের পরবর্তী সভায় নির্বাচন করার জন্য আইনি বিষয়সহ প্রয়োজনীয় সব বিষয় চূড়ান্ত করতে একটি কমিটি করে দেয়া হবে।  মঙ্গলবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে যবিপ্রবির ডিবেট ক্লাব আয়োজিত ‘স্বাধীনতা দিবস আন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। 

উল্লেখ্য, যবিপ্রবি প্রতিষ্ঠিত হওয়ার পর এখনো পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়নি।  

অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন, আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ের সম্পদ। তাদেরকে একসুতোয় নিয়ে আসার জন্য রিজেন্ট বোর্ডের পরবর্তী সভায় যবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের জন্য আইনি বিষয়সহ প্রয়োজনীয় সকল বিষয় চূড়ান্ত করার জন্য একটি কমিটিও করে দেওয়া হবে।  

র‌্যাগিংয়ের বিষয়ে সতর্ক করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন, র‌্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স। র‌্যাগিংয়ে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না, তার বিচার হবেই। ছোটরা বড়দের সম্মান করবে। বড়রা ছোটদের স্নেহ করবে। কিন্তু কেউ যদি র‌্যাগিংয়ের পক্ষ নেয়, তাহলে কাউকেই ছাড় দেওয়া হবে না।    

বিতর্কের বিষয়ে অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন, বিতর্কের মাধ্যমে সত্য বেরিয়ে আসে। একজন মানুষ যতই জানুক, সেটা যদি তাঁর চিন্তা-চেতনায় তুলে ধরতে না পারে তাহলে সে জানার কোনো দাম নেই। বিতর্কের মাধ্যমেই একজন তার্কিক নিজেকে যথাযথভাবে তুলে ধরতে পারে। বিতর্কের মাধ্যমেই একজন তার্কিক যতটুকু গভীরে যাওয়ার প্রয়াস প্রয়োজন ততটুকু যেতে পারে। উভয় দলের মধ্যে যুক্তি-পাল্টা যুক্তির মাধ্যমে দ্বন্দ্বের উদ্ভব হয়। কিন্তু দিন শেষে তাদের মধ্যে আবার নিবিড় সম্পর্ক তৈরি হয়। এটা শুধু ডিবেটেই সম্ভব। তিনি বলেন, যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অধীনে যে কয়েকটি সাংস্কৃতিক সংগঠন রয়েছে, আগামীতে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে আর্থিকসহ সব ধরনের সহযোগিতা করা হবে। পড়াশোনার পাশাপাশি এ ধরনের সামাজিক-সাংস্কৃতিক কর্মকা-ে শিক্ষার্থীদের আগ্রহী করে গড়ে তুলতে হবে।

যবিপ্রবি ডিবেট ক্লাবের প্রধান উপদেষ্টা ফরহাদ করিম সৈকতের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আনিছুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. এ এস এম মুজাহিদুল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: মীর মোশাররফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন যবিপ্রবি ডিবেট ক্লাবের সহকারী উপদেষ্টা ফারজানা নাসরীন ও মোহাম্মদ নওশীন আমিন শেখ। 

দিনব্যাপী অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা  বিশ্ববিদ্যালয় , রাজশাহী  বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়, খুলনা  বিশ্ববিদ্যালয়, যশোর মেডিকেল কলেজ এবং খুলনার সরকারি ব্রজলাল কলেজের ১২টি দল এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।


পাঠকের মন্তব্য দেখুন
ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.004925012588501