চসিক নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপির মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক |

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর পদে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। রোববার রাতে চট্টগ্রাম মহানগর বিএনপির এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। চট্টগ্রাম বিভাগের দায়িত্বে থাকা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীমের নেতৃত্বে নগর বিএনপির একটি টিম শনি ও রোববার দু'দিন ধরে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার পর এই তালিকা তৈরি করেন।

চসিকের ৪১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও ১৪টি ওয়ার্ডে নারীদের জন্য সংরক্ষিত ওয়ার্ডে দলের ৫৫ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। ২০১৫ সালের নির্বাচনে জয়লাভ করা দু'জন নারী কাউন্সিলরসহ সাতজন কাউন্সিলর এবারও দলের মনোনয়ন পেয়েছেন। এছাড়া গত নির্বাচনে অংশ নেওয়া বেশিরভাগ বিএনপি প্রার্থী ঠাঁই করে নিয়েছেন দলীয় মনোয়ন তালিকায়। গত নির্বাচনে অংশ নিলেও এবার বাদ পড়েছেন এমনও রয়েছেন।

বিএনপির একটি সূত্র জানায়, রোববার সন্ধ্যায় কাউন্সিলর প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়। কিন্তু প্রার্থী তালিকার কয়েকটি নাম নিয়ে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে মতবিরোধের ফলে শেষ পর্যন্ত সেটি প্রকাশ করা হয় রাত সাড়ে ১০টায়।

এবার দলের মনোনয়ন পেয়েছেন যথাক্রমে- ১ নম্বর ওয়ার্ডে (দক্ষিণ পাহাড়তলী) বিএনপি নেতা সিরাজুল ইসলাম রাসেদ, ২ নম্বর ওয়ার্ডে (চান্দগাঁও) মো. ইয়াকুব চৌধুরী, ৩ নম্বর ওয়ার্ডে (পাঁচলাইশ) মো. ইলিয়াছ, ৪ নম্বর (চান্দগাঁও) ওয়ার্ডে মাহাবুবুল আলম, ৫ নম্বর (মোহরা) ওয়ার্ডে মো. আজম, ৬ নম্বর (পূর্ব ষোলশহর) ওয়ার্ডে মো. হাসান লিটন, ৭ নম্বর (পশ্চিম শুলকবহর ওয়ার্ডে) ইসকান্দার মির্জা, ৮ নম্বর (শুলকবহর) ওয়ার্ডে হাসান চৌধুরী, ৯ নম্বর (উত্তর পাহাড়তলী) ওয়ার্ডে আবদুস সাত্তার সেলিম, ১০ নম্বর (উত্তর কাট্টলী) ওয়ার্ডে রফিক উদ্দিন চৌধুরী, ১১ নম্বর (দক্ষিণ কাট্টলী) ওয়ার্ডে মো. সোহরাব হোসেন, ১২ নম্বর (সরাইপাড়া) ওয়ার্ডে শামসুল আলম, ১৩ নম্বর (পাহাড়তলী) ওয়ার্ডে জাহাঙ্গীর আলম দুলাল, ১৪ নম্বর (লালখান বাজার) ওয়ার্ডে আবদুল হালিম, ১৫ নম্বর (বাগমনিরাম) ওয়ার্ডে চৌধুরী সাইফুদ্দিন রাসেদ, ১৬ নম্বর (চকবাজার) ওয়ার্ডে এ কে এম সালাউদ্দিন কাউসার লাবু, ১৭ নম্বর (পশ্চিম বাকলিয়া) ওয়ার্ডে এ কে এম আরিফুল ইসলাম, ১৮ নম্বর (পূর্ব বাকলিয়া) ওয়ার্ডে মো. মহিউদ্দিন, ১৯ নম্বর (দক্ষিণ বাকলিয়া) ওয়ার্ডে ইয়াসিন চৌধুরী আছু, ২০ নম্বর (দেওয়ান বাজার) ওয়ার্ডে হাফিজুল ইসলাম মজুমদার মিলন, ২১ নম্বর (জামাল খান) ওয়ার্ডে আবু মো. মহসিন চৌধুরী, ২২ নম্বর (এনায়েত বাজার) ওয়ার্ডে এম এ মালেক, ২৩ নম্বর (উত্তর পাঠানটুলী) ওয়ার্ডে মো. মহসিন, ২৪ নম্বর (উত্তর পাহাড়তলী) ওয়ার্ডে এস এম ফরিদুল আলম, ২৫ নম্বর (রামপুর) ওয়ার্ডে শহীদ মো. চৌধুরী, ২৬ নম্বর (উত্তর হালিশহর) ওয়ার্ডে মো. আবুল হাশেম, ২৭ নম্বর দক্ষিণ (আগ্রাবাদ ওয়ার্ডে) মো. সেকান্দার, ২৮ নম্বর (পাঠানটুলী) ওয়ার্ডে এস এম জামাল উদ্দিন, ২৯ নম্বর (পশ্চিম মাদারবাড়ি) ওয়ার্ডে মো. সালাহউদ্দিন, ৩০ নম্বর (পূর্ব মাদারবাড়ি) ওয়ার্ডে হাবিবুর রহমান, ৩১ নম্বর (পশ্চিম মাদারবাড়ি) ওয়ার্ডে দিদারুল আলম লাভু, ৩১ নম্বর (আলকরণ) ওয়ার্ডে দিদারুর রহমান লাভু, ৩২ নম্বর (আন্দরকিল্লা) ওয়ার্ডে সৈয়দ আবুল বশর, ৩৩ নম্বর (ফিরিঙ্গিবাজার) ওয়ার্ডে আকতার খান, ৩৪ নম্বর (পাথরঘাটা) ওয়ার্ডে ইসমাইল বালি, ৩৫ নম্বর (কপিরহাট) ওয়ার্ডে অ্যাডভোকেট তারিক আহমদ, ৩৬ নম্বর (গোসাইলডাঙ্গা) ওয়ার্ডে মো. হারুন, ৩৭ নম্বর (মধ্যম হালিশহর) ওয়ার্ডে মো. ওসমান, ৩৮ নম্বর (দক্ষিণ-মধ্যম হালিশহর) ওয়ার্ডে হানিফ সওদাগর, ৩৯ নম্বর (দক্ষিণ হালিশহর) ওয়ার্ডে সরফরাজ কাদের, ৪০ নম্বর (উত্তর পতেঙ্গা) ওয়ার্ডে মো. হারুন এবং ৪১ নম্বর (দক্ষিণ পতেঙ্গা) ওয়ার্ডে মো. নুরল আবছার।

এছাড়া সংরক্ষিত ওয়ার্ডে মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন যথাক্রমে- রোকসানা বেগম, শাহে নেওয়াজ চৌধুরী, জিন্নাতুন নেছা জিনু, সকিনা বেগম, মনোয়ারা বেগম মনি, মাহমুদা সুলতানা ঝর্ণা, পারভীন আকতার চৌধুরী, আরজুন নাহার মান্না, খালেদা বোরহান, জেসমিনা খানম, কামরুন নাহার লিজা, সাহিদা খানম, মনোয়ারা বেগম ও জাহিদা হোসেন।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0026359558105469