চাঁদপুর থেকে ‘নিখোঁজ’ বিশ্ববিদ্যালয় ছাত্র

চাঁদপুর প্রতিনিধি |

রাজধানীর বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া এক শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। গত ১১ জানুয়ারি চাঁদপুরের হাজীগঞ্জের বাড়ি থেকে বের হন মো. ফয়েজ। তার পর থেকে স্বজন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে খুঁজে পাচ্ছেন না। এতে দুশ্চিন্তায়, হতাশায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

মো. ফয়েজ : ছবি-সংগৃহীত

নিখোঁজ মো. ফয়েজ (১৮) হাজীগঞ্জ পৌর এলাকা মকিমাবাদের রফিকুল ইসলাম ও নাছিমা আক্তারের ছেলে। বাবা জমির মাপজোকের কাজ করেন। মা গৃহিণী। দুই ভাই, এক বোনের মধ্যে ছোট ফয়েজ গত বছর রাজধানীর নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন।

গত ২২ ডিসেম্বর রাজধানীর মিরপুরের বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ওসানোগ্রাফি বিভাগে ভর্তি হন মো. ফয়েজ। ১২ জানুয়ারি ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবন শুরু হওয়ার কথা ছিল। এর আগের দিন দুপুরে হাজীগঞ্জের মকিমাবাদের ছোট মসজিদ এলাকার বাসায় মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দেন তিনি। কয়েক ঘণ্টা মায়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ ছিল ফয়েজের। সন্ধ্যার পর থেকে ফয়েজের ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানান বড় বোন মাহমুদা আক্তার। এরপর থেকে তাঁর খোঁজ মিলছে না।

মো. ফয়েজের নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর মা-বাবা প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন। আদরের সন্তানকে ফিরে পেতে তাঁরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আকুতি জানিয়েছেন।

হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, সাধারণ ডায়েরির পর গুরুত্ব দিয়ে নিখোঁজের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মোবাইল ফোন ট্রাকিং করে ১১ জানুয়ারি রাতে মো. ফয়েজের অবস্থান রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নিশ্চিত হওয়া গেছে। তারপর থেকে হদিস মিলছে না। তথ্য-প্রযুক্তির মাধ্যমে তাঁকে খুঁজে পেতে কাজ চলছে।

বিদ্যালয়ের সহপাঠী ও গ্রামবাসী জানিয়েছে, বেশ মেধাবী ও বিনয়ী ফয়েজের সঙ্গে কারও বিরোধ ছিল না। বাসার পাশের মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন তিনি। হাজীগঞ্জ পাইলট হাই স্কুল থেকে এসএসসি পাসের পর নটর ডেম কলেজে ভর্তি হন ফয়েজ। সেখানে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে চেষ্টার পর বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান তিনি।


পাঠকের মন্তব্য দেখুন
প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে - dainik shiksha তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে বঙ্গবন্ধুকে হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত - dainik shiksha বঙ্গবন্ধুকে হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0037579536437988