চাঁদা তুলে ‘স্কুল সড়ক’ সংস্কার করছে এলাকাবাসী

অভয়নগর (যশোর) প্রতিনিধি |

যশোরের অভয়নগরে চাঁদা তুলে ‘স্কুল সড়ক’ নামে পরিচিত বাহিরঘাট সরকারি প্রাথমিকের সড়কটি সংস্কার করছে এলাকাবাসী। শনিবার (২২ আগস্ট) সকাল থেকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডের অন্তর্গত ২ কিলোমিটারের এ সড়কটির সংস্কার কাজ শুরু হয়। দীর্ঘ ২০ বছর ধরে সরকারিভাবে সড়কটি সংস্কারের জন্য স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করে কোনো ফল না পেয়ে এলাকাবাসী এ উদ্যোগ গ্রহণ করেন। 

সোমবার (২৪ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিনের পুরাতন ফ্ল্যাট সোলিং রাস্তায় দু’জন দিনমজুর বালু দিয়ে খানা-খন্দ ভরাট করছে। ট্রাকে করে বালু এনে রাস্তার পাশে ফেলা হচ্ছে।

এসময় স্থানীয় রাজু আহম্মেদ দৈনিক শিক্ষাডটকমকে জানান, আমাদের এ রাস্তাটি দিয়ে দশ গ্রামের স্কুল-কলেজের শিক্ষার্থীসহ ২০ হাজার মানুষের যাতায়াত। বারবার ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, ইউপি সদস্য শাহাদাত হোসেন ও ওহাব লস্করকে জানানো হলেও তারা প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কোনো কাজ করেননি। কোনো উপায় না পেয়ে আমরা চাঁদা তুলে সংস্কার কাজ শুরু করেছি। ইতোমধ্যে দুই ট্রাক বালু কেনা হয়েছে, আরও তিন ট্রাক বালু কিনতে হবে।

এ ব্যাপারে ৭নং ওয়ার্ডের সদস্য ওহাব লস্কর দৈনিক শিক্ষাডটকমকে জানান, স্থানীয় ইউপি সদস্য হিসেবে আমি রাস্তাটির ব্যাপারে আন্তরিক। জটিলতা উপজেলা প্রকৌশল অফিস ও ইউনিয়ন পরিষদে। বারবার ইউনিয়ন পরিষদে আবেদন করেছি, কোনো ফল পায়নি। 

৮নং ওয়ার্ডের সদস্য শাহাদাত হোসেন দৈনিক শিক্ষাডটকমকে জানান, ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা প্রকৌশলী বরাবর কয়েকবার বাহিরঘাট স্কুল নামের রাস্তাটি সংস্কারের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমি নিরুপায়।

ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, স্কুল রাস্তাটি প্রকল্পের। সংস্কারের জন্য ইতোমধ্যে টিআর থেকে ৫০ হাজার টাকা দেয়ার প্রক্রিয়া চলছে। টাকা পেতে প্রায় দুই মাস সময় লাগতে পারে। আমি আন্তরিক আছি। বাকি সরকারের দফতরের বিষয়।

উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম সরদার দৈনিক শিক্ষাডটকমকে জানান, উপজেলার বুড়োর দোকান থেকে বাহিরঘাট সরকারি প্রাথমিক স্কুল পর্যন্ত এ সড়কের ব্যাপারে প্রেমবাগ ইউনিয়ন পরিষদ থেকে কোনো আবেদন করা হয়নি। করা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


পাঠকের মন্তব্য দেখুন
সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান - dainik shiksha সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! - dainik shiksha শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু লিখিততে প্রক্সি দিয়ে পার, মৌখিক পরীক্ষায় এসে ধরা - dainik shiksha লিখিততে প্রক্সি দিয়ে পার, মৌখিক পরীক্ষায় এসে ধরা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষক কেনো বদলি চান - dainik shiksha শিক্ষক কেনো বদলি চান ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে - dainik shiksha ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে please click here to view dainikshiksha website Execution time: 0.0044159889221191