চাঁদা দাবির অভিযোগে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

দৈনিক শিক্ষাডটকম, রংপুর |

দৈনিক শিক্ষাডটকম, রংপুর : রংপুরে কলেজ শিক্ষার্থীকে অপহরণের পর চাঁদা দাবির অভিযোগে ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার সকালে কুরুরুল এলাকা থেকে গ্রেফতারের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী। 

পুলিশ বলছে, জনি কুমার রায় নামের রংপুর সরকারি কলেজের এক শিক্ষার্থীকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাদের। 

গ্রেফতার ব্যক্তিরা হলো— রংপুর মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান প্রিতম, রেজাউল করিম বিটু ও রংপুর পলিটেকনিক্যাল কলেজের সাবেক আইটির সভাপতি জাহেদুল আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকার নির্মল চন্দ্র রায়ের ছেলে জনি কুমার রায়। সে রংপুর সরকারি কলেজে অনার্সের শিক্ষার্থী। রংপুর নগরীর কামালকাছনা এলাকায় থেকে পড়াশুনা করত জনি। গত বৃহস্পতিবার রাতে তাকে তুলে নিয়ে গিয়ে চাঁদা দাবি করা হয়। পরে বিষয়টি ৯৯৯ ফোন করে জানানো হলে পুলিশ এসে জনিকে উদ্ধার করে। 

এদিকে, রংপুর মহানগর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার দুই মাসের মধ্যে সাংগঠনিক সম্পাদকের এমন কর্মকাণ্ডে অসন্তোষ দেখা দিয়েছে ছাত্রলীগে। বিষয়টিতে মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিব্রত।

রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শাহজানুর ইসলাম সৌরভ বলেন, ‘দলীয় শৃঙ্খলাবিরোধী কাজ করলে সেই নেতা বা কর্মীকে ছাড় দেওয়া হবে না।’

আর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন বাবু বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। বিষয়টির সত্যতা তদন্ত করছি। সত্যতা পাওয়া গেলে অবশ্যই দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কারো ছাড় নেই।’

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী জানান, এ বিষয়ে ভুক্তভোগী মামলা করেছে। তবে তিনজন ছাত্রলীগের নেতা বলে জানা গেছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


পাঠকের মন্তব্য দেখুন
কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে - dainik shiksha কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে বিলেত সফরে শিক্ষামন্ত্রী - dainik shiksha বিলেত সফরে শিক্ষামন্ত্রী ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা - dainik shiksha ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন - dainik shiksha সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল - dainik shiksha ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে - dainik shiksha নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0037250518798828