খুলনার পাইকগাছার জান্নাতুল আরাবিয়া ভ্যকটমারী দারুল উলুম মহিলা মাদরাসা চাকরি না দেওয়ায় তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের জমিদাতা মুক্তি আব্দুল আজিজ ও তাঁর লোকজন গতকাল শনিবার সকালে এই তালা দেন।
উপজেলার ভ্যকটমারী গ্রামে ঘটনাটি ঘটে। গ্রামের বাসিন্দারা তালা ভেঙে ছাত্রীদের ক্লাস করার ব্যবস্থা করেন।
মাদ্রাসার সুপার আব্দুর রব জানান, ২০১০ খ্রিষ্টাব্দে স্থানীয় শওকত গাজী ও মামুদা আলতাফ ২ বিঘা জমি মাদরাসার অনুকূলে দান করেন। সে জমিতে সৌদি আরবের একটি সংস্থার ১৬ লাখ টাকায় গড়ে তোলা হয় এই প্রতিষ্ঠান। সেখানে শওকতের ছেলে আজিজ তাঁর স্ত্রীকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে বলেন। কিন্তু কর্তৃপক্ষ নিয়োগ না দেওয়ায় তিনি মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেন।
এ বিষয়ে আজিজ বলেন, ‘ভালো শিক্ষক না থাকায় আমার স্ত্রীকে চাকরি দেওয়ার কথা বলি। কিন্তু তা না দিয়ে টালবাহানা করে। যেহেতু আমি মাদ্রাসার নামে জমি লিখে দিইনি, সে কারণে তালা ঝুলিয়ে দিয়েছি।’
পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাটির তদন্ত করা হচ্ছে।