চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে সড়ক অবরোধ চবি শিক্ষার্থীদের

দৈনিক শিক্ষাডটকম, চবি |

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে এবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

বুধবার (১১ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে ইনস্টিটিউট–সংলগ্ন নগরের মেহেদীবাগের বাদশা মিয়া সড়ক অবরোধ করা হয়। এতে ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বেলা দুইটা থেকেই শিক্ষার্থীরা ইনস্টিটিউটের ফটকের সামনে অবস্থান নেন। পরে তাঁরা নগরের বাদশা মিয়া সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

এ সময় শিক্ষার্থীরা ‘দাবি মোদের একটাই, চারুকলা ক্যাম্পাসে চাই’, ‘দাবি মোদের একটাই, ২৩০০ একরে জায়গা চাই’, ‘স্বৈরতন্ত্র নিপাত যাক, চারুকলা মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে মঙ্গলবার একই দাবিতে ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা দিয়েছিলেন শিক্ষার্থীরা। মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে এই নিয়ে গত দুই বছরে তৃতীয় দফা আন্দোলন করছেন তাঁরা।

জানতে চাইলে আন্দোলনরত ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী খন্দকার মাসরুল আল ফাহিম বলেন, চারুকলা স্থানান্তর ও বৈষম্যের পেছনে দায়ী ইনস্টিটিউটের শিক্ষকেরা। তাঁদের সদিচ্ছার অভাবের কারণে সমস্যার সমাধান হচ্ছে না। আমরা মূল ক্যাম্পাসে ফিরতে চাই।

খন্দকার মাসরুল আল ফাহিম বলেন, মূল ক্যাম্পাসে না যাওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দ্রুত তাঁরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। আপাতত অবরোধ চলবে।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, শিক্ষার্থীদের ক্যাম্পাস স্থানান্তরের দাবির সঙ্গে কেউ দ্বিমত করেছেন বলে তাঁর জানা নেই। তবে মূল ক্যাম্পাসে আনতে হলে সময় প্রয়োজন। তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন।

বারবার আন্দোলনে শিক্ষার্থীরা

চবির মূল ক্যাম্পাস শহর থেকে ২২ কিলোমিটার দূরে হাটহাজারীতে অবস্থিত। ২০১০ খ্রিস্টাব্দে চবি চারুকলা বিভাগ ও চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজকে একীভূত করার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১১ খ্রিস্টাব্দের ২ ফেব্রুয়ারি নগরীর বাদশাহ মিয়া চৌধুরী সড়কে বর্তমান চারুকলা ইনস্টিটিউটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ার পরিপ্রেক্ষিতে ১১ দাবিতে ২০২২ খ্রিস্টাব্দের নভেম্বরে ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর পর থেকে তাঁদের ক্লাস বর্জন অব্যাহত থাকে। পাশাপাশি তাঁরা বিভিন্ন কর্মসূচি পালন করেন। একপর্যায়ে ইনস্টিটিউট নগর থেকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিতে তাঁরা এক দফা দাবি দেন। প্রশাসন দাবি না মানায় ১৬ নভেম্বর ইনস্টিটিউটের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

পরে কর্তৃপক্ষকে সাত দিনের সময় বেঁধে দিয়ে শর্ত সাপেক্ষে ২৩ জানুয়ারি ক্লাসে ফিরেছিলেন শিক্ষার্থীরা। কিন্তু দাবি আদায় না হওয়ায় ৩১ জানুয়ারি থেকে তাঁরা আবারও অবরোধ কর্মসূচি শুরু করেন। একই দিন শিক্ষার্থীদের একটি পক্ষ ক্লাসে ফেরার দাবি জানায়। এ অবস্থায় চলতি বছর ১ ফেব্রুয়ারি দিবাগত রাতে চারুকলায় ইনস্টিটিউটের হোস্টেলে তল্লাশি চালায় পুলিশ ও প্রক্টরিয়াল বডি।

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত বছর ২ ফেব্রুয়ারি চারুকলায় সশরীর শ্রেণি কার্যক্রম এক মাসের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি শিক্ষার্থীদের চারুকলা ত্যাগের নির্দেশ দেয়া হয়। ভবন সংস্কারের কথা বলে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়। পরে শিক্ষার্থীরা মূল ক্যাম্পাসেই বিভিন্ন কর্মসূচি পালন করতে থাকে। তবে ৯ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের এই কর্মসূচিতে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এরপরো শিক্ষার্থীরা মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে আন্দোলন করতে থাকেন৷ তবে একপর্যায়ে সেশনজট কমাতে গত বছর ৩ মে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা। আজ থেকে তাঁরা আবার আন্দোলন শুরু করেছেন।


পাঠকের মন্তব্য দেখুন
জানুয়ারিতে সর্বোচ্চ সংখ্যক বই দেয়া হবে: অর্থ উপদেষ্টা - dainik shiksha জানুয়ারিতে সর্বোচ্চ সংখ্যক বই দেয়া হবে: অর্থ উপদেষ্টা নিম্নমানের কাগজে ছাপা ফরাজী প্রেসের ৩০ হাজার পাঠ্যবই বাতিল - dainik shiksha নিম্নমানের কাগজে ছাপা ফরাজী প্রেসের ৩০ হাজার পাঠ্যবই বাতিল বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর কমে ১০০ - dainik shiksha বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর কমে ১০০ বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি - dainik shiksha বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি সময় বাড়লো এসএসসির ফরম পূরণের - dainik shiksha সময় বাড়লো এসএসসির ফরম পূরণের কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে প্রকৌশল গুচ্ছ ‍টিকিয়ে রাখতে উপাচার্যদের শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি - dainik shiksha প্রকৌশল গুচ্ছ ‍টিকিয়ে রাখতে উপাচার্যদের শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বিদেশগামী শিক্ষার্থীদের সনদ অনলাইনে সত্যায়ন যেভাবে - dainik shiksha বিদেশগামী শিক্ষার্থীদের সনদ অনলাইনে সত্যায়ন যেভাবে please click here to view dainikshiksha website Execution time: 0.0030379295349121